বিশ্বকাপ ফাইনালের আগের দিন শেষ সংবাদ সম্মেলন ফিফার ট্যাকনিক্যাল স্টাডি গ্রুপ। এই গ্রুপের বিগত সম্মেলনে এসেছেন অনেকেই। আজ শেষ দিনে এসেছেন দুই তারকা। এই কমিটির চেয়ারম্যান আর্সেন ওয়েঙ্গার ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার জার্মানির ইয়্যুগান ক্লিন্সম্যান।

মেসি না এমবাপে কার হাতে উঠবে শিরোপা এ নিয়ে সারা বিশ্বে চলছে আলোচনা। তবে আগামীকালের ফাইনালের আগে ব্রাজিলকে খানিকটা মিস করছেন জার্মান কিংবদন্তি ক্লিন্সম্যান,  ‘ব্রাজিল অসাধারণ দল ছিল। তারা ফাইনাল খেলার মতোই ছিল। সামান্য মনসংযোগের জন্য তারা ছিটকে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিল এই ফাইনালের অংশ হতে পারত।’ 

ব্রাজিলকে ফাইনালে মিস করলেও যোগ্য দুই দলই ফাইনালে উঠেছে বলে ধারণা তার, ‘আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলই যোগ্য হিসেবে ফাইনালে উঠেছে। ব্রাজিলও থাকতে পারত ফাইনালে। আমরা সবাই একটি উপভোগ্য ফাইনালের অপেক্ষায় রয়েছি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গতকাল কাতার বিশ্বকাপকে সবচেয়ে সেরা বিশ্বকাপ হিসেবে আখ্যায়িত করেছেন। খেলোয়াড়, কোচ এবং এখন ফিফার ট্যাকনিক্যাল সদস্য হিসেবে প্রায় দশটি বিশ্বকাপের সঙ্গী ক্লিন্সম্যান। ইনফান্তিনোর মন্তব্যের সঙ্গে তিনি একমত কিনা এই প্রশ্নের উত্তর দিয়েছেই এভাবে, ‘এই বিশ্বকাপের অনেক কিছুই রাশিয়া বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপও দারুণ ছিল। আমরা যখন খেলেছি সেই বিশ্বকাপও বিশেষ ছিল। আসলে প্রতি বিশ্বকাপই সেরা।’

এজেড/এনইআর