বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে ৩-১ গোলের জয় বসুন্ধরা কিংস। এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বসুন্ধরা। 

১০ মিনিটেই লিড নেয় মুক্তিযোদ্ধা। প্রায় মাঝ মাঠ থেকে লং বল বাড়ান মুক্তিযোদ্ধার বিদেশী ফুটবলার সোমা। বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বুরুন্ডির ফুটবলার সুলেমানি লেন্ড্রি (১-০)। ৩৫ মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা। হেডে লক্ষ্যভেদ করেন ডরিয়েলটন (১-১)। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরও একটি গোল আদায় করে নেয় বসুন্ধরা। ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেড করেন ডরিয়েলটন। ডরিয়েলটনের জোড়া গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক মিস করেন ডরিয়েলটন। ৬৪ মিনিটে সহজ একটি গোলের সুযোগ হাতছাড়া করেন তিনি। বাঁ প্রান্ত থেকে গফুরভের দারুণ ক্রসে পা ছুঁইয়ে দিতে পারলেই হ্যাটট্রিক হতো ডরিয়েলটনের। ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ পাস দেন রবসন রবিনহো। বক্সে বল পেয়ে শট নিতে যান বদলী ফরোয়ার্ড মতিন মিয়া তবে বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষের গোলরক্ষক। দ্রুতগতিতে দারুণভাবে গোলরক্ষককে কাটিয়ে ফাকা পোস্টে বল ঠেলে দেন মতিন মিয়া (৩-১)। 

এজেড/এনইআর