মারুফ-টিটুর দ্বৈরথে আলোচনায় পেনাল্টি
ঘরোয়া ফুটবলে শীর্ষ দুই কোচ মারুফুল হক ও সাইফুল বারী টিটু। এই দুই সেরা কোচের লড়াইয়ে জিতেনি কেউ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৩তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড উজোকু ডেভিডের গোলে লিড নেয় চট্টগ্রাম আবাহনী (১-০)। তবে ৭৬ মিনিটে সেই গোলটি শোধ করতে সমর্থ হয় শেখ জামাল। পেনাল্টি থেকে গোলটি করেন জামালের বিদেশী খেলোয়াড় স্টেওয়ার্ট (১-১)। এই পেনাল্টি নিয়ে খেলা উত্তেজনা ছড়ায়। চট্টগ্রাম আবাহনীর ফুটবলার ও ডাগআউট এই পেনাল্টি মানতেই পারেনি। রেফারি বেশ কয়েকটি হলুদ কার্ড ব্যবহার করেন। উত্তেজনায় ম্যাচ স্থগিত ছিল বেশ কয়েক মিনিট।
বিজ্ঞাপন
মারুফুল হকের শেখ জামাল ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আবাহনী নিজেদের চতুর্থ ম্যাচ জিতলে অবশ্য তাদের টপকে যাবে। টিটুর চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট মাত্র ২।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা অ্যরেনাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ৩০তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহের গোলে লিড নেয় শেখ রাসেল। ইনজুরি টাইমে (৯০+১) রাসেলের দ্বিতীয় গোলটিও করেন এই নাইজেরিয়ান।
বিজ্ঞাপন
এজেড/এনইআর