নিজেরা করোনা পরীক্ষা করিয়ে ক্যাম্পে ঢুকছেন ফুটবলাররা
ফাইল ছবি।
আজ (শনিবার) জাতীয় ফুটবল দলের রিপোর্টিং। নেপাল সফরের জন্য ডাক পাওয়া ২৪ জনের সঙ্গে অ-২৩ দলের সাতজন স্ট্যান্ডবাইও রিপোর্ট করবেন। জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করতে হলে ফুটবলারদের করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। নেগেটিভ রিপোর্ট ছাড়া কেউ রিপোর্টিংয়ে আসতে পারবেন না।
নভেম্বরে নেপালের বিরুদ্ধে হোম সিরিজের ক্যাম্পের আগে ফুটবলাররা বাফুফে ভবনে এসেছিলেন। তাদের তত্ত্বাবধানে করোনা পরীক্ষা হয়েছিল। নেগেটিভ রিপোর্ট নিয়ে পরে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফুটবলাররা। নেপালে অ্যাওয়ে টুর্নামেন্ট খেলার আগে এখন সকল ফুটবলারকে নিজ উদ্যোগে করতে হচ্ছে। ফেডারেশন সকল খেলোয়াড়কে একসাথে এক সংস্থা থেকে পরীক্ষা না করিয়ে খেলোয়াড়দের ওপর ছেড়ে দেয়ার বিষয়ে বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান আলী ইমরান জানিয়েছেন খেলোয়াড়রা সবাই ঢাকায় না থাকায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘লিগের প্রথম পর্ব শেষে অনেক ফুটবলাররা ছুটি কাটাচ্ছেন। কেউ নিজ জেলায় চলেও গেছেন। এজন্য ফুটবলারের তাদের সুবিধাজনক স্থান থেকে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে ক্যাম্প যোগদানের কথা বলা হয়েছে।’
কোনো ফুটবলার পরীক্ষা করাতে সমস্যার মুখোমুখি হলে বাফুফের মেডিক্যাল কমিটি পাশেই রয়েছে বলে জানান ইমরান, ‘কেউ পরীক্ষা করাতে সমস্যায় পড়লে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানোর ব্যবস্থা রেখেছি। বৃহস্পতিবার ৬ জন করেছে, শনিবার (আজ) আরও ২-১ জন এখানে করতে চেয়েছে।আমরা তাদের করিয়ে দেব।’
বিজ্ঞাপন
যারা ইতোমধ্যে নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তারা দুপুর-বিকেলের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন। যারা এখনো রিপোর্ট পাননি তাদের আজ রাতের মধ্যে রিপোর্ট সংগ্রহ করে ক্যাম্পে আসতে হবে। কাল থেকে অনুশীলন শুরু হবে।
বৃহস্পতিবার যে ৬ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নমুনা দিয়েছেন তারা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। নেপালের জন্য ডাকা ২৪ জনের মধ্যে কেউ পজিটিভ হলে সফর মিস করার সম্ভাবনাই বেশি দেখছেন এই চিকিৎসক, ‘কেউ পজিটিভ হলে ক্যাম্পে যোগ দিতে পারবে না। বাংলাদেশ দল ১৮ মার্চ নেপালের জন্য রওনা হওয়ার কথা। ফলে এত স্বল্প সময়ের মধ্যে রিকভারি করে দলের সঙ্গে যাওয়া অনেকটা অসম্ভবই।’
২৪ জনের মধ্যে কেউ পজিটিভ হলে স্ট্যান্ড বাই থেকে সেই জায়গা পূরণ করবেন জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে।বাংলাদেশ দল ১৮ মার্চ নেপালে সফরে যাবে এটি প্রায় চূড়ান্ত। বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাবে জেমির শিষ্যরা। বিমানে উঠতে হলে আরেক দফা করোনা পরীক্ষা করাতে হবে ফুটবলারদের।
সেই টেস্ট প্রক্রিয়া সম্পর্কে বাফুফের মেডিক্যাল কমিটির চেয়ারম্যান বলেন, ‘১৭ মার্চ জাতীয় ছুটি। তাই আমরা ১৬ মার্চ পরীক্ষা করাতে চাই। বাংলাদেশ বিমানের অনুমোদিত সংস্থা থেকে পরীক্ষা করানো হবে।’
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টে তৃতীয় দল কিরগিজস্তান অ-২৩ দল। ২৩-২৯ মার্চ নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যার সূচি এখনো পায়নি বাফুফে।
এজেড/এমএইচ