২০১১ সালের সেপ্টেম্বরে মেসির আর্জেন্টিনা ঢাকায় এসেছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ আয়োজনের ঋণ বাফুফে এখনো বয়ে বেড়াচ্ছে। 

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের জন্য ব্যয় হয়েছিল প্রায় অর্ধশত কোটি টাকা। সেই ম্যাচ আয়োজন করতে গিয়ে বাফুফে কয়েক কোটি টাকার ঋণে পড়ে। বাফুফের বার্ষিক সাধারণ সভায় প্রায় এই বিষয়ে আলোচনা হতো। ২০২১ সালের অডিট রিপোর্টে এই অঙ্ক ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। সেটি এখন কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৬০০টাকা। 

বাফুফের অন্যতম সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির অন্যতম সদস্য আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন,‘সেই ঋণের পরিমাণ অনেকটা কমেছে। বিভিন্ন খেলায় আইএফআইসি ব্যাঙ্কের বোর্ড থাকে। এর মাধ্যমে সেই ঋণের অঙ্ক কমিয়ে আনা হচ্ছে।’

এজেড/এটি