গত দুই দিন যাবত ক্রীড়াঙ্গনে আলোচনায় আর্জেন্টিনার বাংলাদেশ সফর। বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনাকে বাংলাদেশে এনে ম্যাচ খেলাতে শত কোটি টাকার প্রয়োজন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দেশে ডলার সংকট নানা সমস্যার মধ্যে আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে নাগরিক সমাজে নানা সমালোচনা হচ্ছে। 

আর্জেন্টিনার বাংলাদেশ আগমন নিয়ে আলোচনার সময় গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ সরকারের একটি নির্দেশনা দেশের সকল ফেডারেশনকে জানিয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নানা খেলায় অংশগ্রহণ করে। বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে অত্যন্ত সাশ্রয়ী পন্থা অবলম্বন করতে বলেছে। প্রয়োজন ছাড়া বিদেশে দল পাঠানোর ব্যাপারে নিরুৎসাহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

দল বিদেশে পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত যাচাই-বাছাই করার পাশাপাশি অতিরিক্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তা না পাঠানোর নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ফেডারেশনগুলোকে এমন জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠি ফেডারেশনগুলোতে পাঠানো হয়। এই চিঠি অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনার নির্দেশনা দেয়া হয়েছে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর্জেন্টিনা আনতে কয়েক মিলিয়ন ডলার প্রয়োজন। সরকারের এই নির্দেশনা বাফুফেও পেয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বাফুফের আর্জেন্টিনার আগমনের বিষয়ে ক্রীড়াঙ্গনে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। 

এজেড/এটি