বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের জয়ধারা ছুটছেই। আজ কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এর ফলে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্কারের শিষ্যরা। ঢাকা আবাহনীর চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে তারা।  

শেখ রাসেল ক্রীড়া চক্র ঢাকা আবাহনীকে ২-২ গোলে রুখে দিয়েছিল। দুই বারই পিছিয়ে পড়ে তারা সমতা এনেছিল। আজ অবশ্য কিংসকে রুখতে পারেনি পুরোপুরি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে বসুন্ধরার সঙ্গে পেরে ওঠেনি জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। 

স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল রাসেল। টাইব্রেকারে গিয়ে তারা শিরোপা হারায়। স্বাধীনতা কাপের পর লিগের এই মোকাবেলায় সেই হারের প্রতিশোধ নিতে পারেনি রাসেল।  উল্টো আরেক হারের তেতো স্বাদ নিয়েছে।

কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। বক্সের সামনে থেকে একক প্রচেষ্টায় গোলমুখে আক্রমণ করছিলেন। এমন সময় রাসেলের ডিফেন্ডার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রবিনহো পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি।  

আট মিনিট পর উজবেক ফুটবলার গফুরভ ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে গোল করেন। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি শেখ রাসেল। ৮২ মিনিটে নাইজেরিয়ান এমফোন উদো গোল করলে ম্যাচের আকর্ষণ টিকে থাকে। ইনজুরি সময়ের শেষ মিনিটে রবসন ফ্রি কিক থেকে গোল করলে কিংসের জয় নিশ্চিত হয়। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেল টেবিলের পঞ্চম স্থানে। 

এজেড/এনইআর