ফাইনাল পূর্ববর্তী সাংবাদিক সম্মেলন। প্রারম্ভিক বক্তব্যে কোচরা একটু ভদ্রতার খাতিরে রয়ে সয়েই বলেন। নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরং এক্ষেত্রে অন্য পথে হাঁটলেন। বললেন, ‘আমরা ফাইনালে প্রতিশোধ নিতে চাই।’ 

এবারের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ৩-১ গোলের হার দিয়ে শুরু করেছিল নেপাল। নেপাল কোচের আত্মবিশ্বাসের ভিত্তি ভারতের বিপক্ষে পাওয়া জয়, ‘আমরা আগামীকাল বাংলাদেশকে হারাতে চাই। আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে’, বলেন নেপালী কোচ। 

টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে ভারতকে হারাতেই হতো। ভারতকে সর্বশক্তি দিয়ে হারিয়ে আগামীকাল আবার বাংলাদেশের বিপক্ষে নামতে হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে দু’টি বড় ম্যাচ খেলতে হলেও চাপ নিচ্ছেন না নেপালের কোচ, ‘কোনো চাপ নেই। আমরা সময়ের সঙ্গে মানিয়ে খেলি।’

বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলায় তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে ধারণা রয়েছে। দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের দুর্বলতা আমি প্রকাশ করব না।’
 
নেপালের অধিনায়ক প্রীতি রায় ফাইনালটি বেশ কঠিন হবে বলে মনে করেন, ‘ফাইনালটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমরা আত্মবিশাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের কষ্টের ফল পাব আশা করি।’

এনইআর