মার্চের শেষ সপ্তাহে সিলেটে ত্রিদেশীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্রুনাই দারুসসালাম ও সিশেলসের বিপক্ষে সিরিজটি সামনে রেখে জোর প্রস্তুতি ছিল বাংলাদেশ শিবিরে। সৌদি আরবে বর্তমানে ক্যাম্প করছে জামাল ভূঁইয়ারা। তবে এরই মধ্যে খবর, ব্রুনাই দারুসসালাম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না। ফলে ত্রিদেশীয় টুর্নামেন্টের পরিবর্তে দ্বিপাক্ষিক সিরিজে পরিণত হয়েছে মার্চ উইন্ডো। 

ব্রুনাই না আসায় সিশেলসের বিপক্ষে একটির পরিবর্তে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৫ ও ২৮ সেপ্টেম্বর সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন জামালরা। 

অবশ্য রমজানের মধ্যে মাঠে গড়াবে ম্যাচ দুটি। এ জন্য ম্যাচের সূচি এখনো প্রকাশ করেনি বাফুফে। ইফতারের আগে ম্যাচ শেষ করা অথবা ইফতারের পর খেলা শুরু উভয় বিষয় নিয়ে পরিকল্পনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রকরা। 

বাংলাদেশ দল এখন সৌদি আরবে অনুশীলন করছে। আগামীকাল মালাউইয়ের সঙ্গে ম্যাচ রয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ দলের সৌদি থেকে দেশে আসার কথা। দেশে ফিরেই সিলেট যাবে জামালরা। 

এজেড/এফআই