দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল। সেই সাফ ফুটবল এবার বসতে যাচ্ছে ভারতের ব্যাঙ্গালোরে। আগামী রোববার (১৯ মার্চ) ভারতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভেন্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে। 

এই বছর জুনের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। স্বাগতিক হওয়ার জন্য সাফ আবেদন চেয়েছিল। নেপাল একমাত্র স্বাগতিক হতে চেয়েছিল। স্পন্সর প্রতিষ্ঠানের আগ্রহের ভিত্তিতে ভারতকে স্বাগতিক করা হয়। 

সাফের নির্বাহী সভায় ১০ মার্চের মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভেন্যুর বিষয়টি নিশ্চিত করার কথা ছিল। সাফ ও স্পন্সর প্রতিষ্ঠান কলকাতায় ভেন্যু করার চেষ্টা করলেও স্বাগতিক ভারত ব্যাঙ্গালুরুকে বেছে নিয়েছে। ফলে সাফ ও স্পন্সর ব্যাঙ্গালুরুকে মানতে হচ্ছে।

ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের শহরে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের বিশ্বকাপ। 

এজেড/এফআই