ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (বৃহস্পতিবার) নেপাল সময় বিকেল সোয়া চারটায় পা রেখেছে কাঠমান্ডুতে। ত্রিভূবন  আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) ফুল দিয়ে বরণ করে নেয়। আনফার এই আতিথিয়েতায় বাংলাদেশ দল মুগ্ধতা প্রকাশ করেছে। বাংলাদেশ দল কাঠমান্ডু শহরের অন্যতম বড় হোটেল সলটেতে অবস্থান করছে। বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের সবাই সুস্থ আছেন। 

বাংলাদেশ আগামীকাল (শুক্রবার) স্থানীয় সময় বিকেল চারটায় আর্মি মাঠে অনুশীলন করার কথা রয়েছে। এর আগে ফুটবলার, কোচিং স্টাফদের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন। করোনা নেগেটিভ রিপোর্ট না আসলে অনুশীলন করা সম্ভব হবে না। 

বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২৩ মার্চ কিরগিজস্তান অ-২৩ দলের বিরুদ্ধে। বাংলাদেশ সময় বিকেল পৌনে ছয়টায় দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ দলের অধিনাযক জামাল ভূঁইয়ার ২২ মার্চ কাঠমান্ডু পৌঁছানোর কথা। ব্রিটিশ গোলরক্ষক কোচেরও দুই এক দিনের মধ্যে ইংল্যান্ড থেকে কাঠমান্ডু আসার কথা রয়েছে। 

এজেড/এটি/এমএইচ