ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে ৭ এপ্রিল থেকে। ক্লাবগুলোর কাছে দ্বিতীয় পর্বের সূচি আগে প্রেরণ করলেও গণমাধ্যমে প্রকাশ করেছে আজ। দ্বিতীয় লেগের সূচিতে এক মাস বিরতি রয়েছে।

৩ জুন লিগের ১৯ তম রাউন্ড শেষ হবে। ৩৩ দিন পর ৭ জুলাই শুরু হবে ২০ তম রাউন্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতি ঘটবে ২২ জুলাই। 

৪ জুন - ৪ জুলাই জাতীয় দলের জন্য লিগে এক মাস বিরতি রাখা হয়েছে । ৪ জুন থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা। ১২-২০ জুন ফিফা উইন্ডো। ২১ জুন-৩ জুলাই ভারতের ব্যাঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ ফুটবল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের সূচিও প্রকাশিত হয়েছে। ৪ এপ্রিল প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস মুক্তিযোদ্ধা সংসদের মোকাবেলা করবে। প্রতি মাসের মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়। যথাক্রমে পরবর্তী তিন মঙ্গলবার বাকি তিন কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

৯ ও ১৬ মে যথাক্রমে দুই সেমিফাইনাল এবং ৩০ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

এজেড/এইচজেএস