ছবি: সংগৃহীত

আজ সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস সৃষ্টি করলেন এলিটা কিংসলে। নাইজেরিয়ান নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হয়ে জাতীয় ফুটবল দলে খেললেন। ম্যাচ শেষে আজকের দিনটিকে নিজের স্বপ্ন পূরণের দিনই বলেছেন সিলেট থেকে এলিটা কিংসলে, 'দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সি গায়ে খেলার। সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ।'

তার এই স্বপ্ন পূরণে অনেকের অবদান রয়েছে রয়েছে। তবে আজ এই বিশেষ ক্ষণে অন্য সবার চেয়ে স্ত্রীর অবদানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন, 'আমার মা, পরিবার সবারই ত্যাগ রয়েছে। বেশি ত্যাগটা স্ত্রী লিজার । সে আমাকে বিয়ে না করলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া যেত না। বাংলাদেশের নাগরিক না হলে ক্লাব ও জাতীয় দলে বাংলাদেশি হয়ে খেলতেও পারতাম না।' 

আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন কিংসলে। একটি গোলের সুযোগও পেয়েছিলেন। গোলটি মিস করে খানকিটা আফসোস এই ফরোয়ার্ডের, 'গোলটি করতে পারলে ভালো লাগতো কিন্তু মিস ফুটবলেরই অংশ।' আজ অভিষেকের পরেই নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করেছেন, 'আমার এখন লক্ষ্য গোল করা এবং বাংলাদেশকে জেতানো। একজন ফরোয়ার্ড হিসেবে গোলের সুযোগ তৈরি করা এবং গোল করাই এখন আমার কাজ হবে।' 

৩৩ বছর বয়সে জাতীয় দলের জার্সি গায়ে উঠলো। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বয়সে জাতীয় দল থেকে অনেকেই অবসর নেন। বাংলাদেশের জার্সিতে কয়টি ম্যাচ খেলতে চান এমন প্রশ্নের উত্তরে এলিটা বলেন, 'সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না। দলের কার্যকরি খেলোয়াড় হতে চাই। গোল করে দলে নিয়মিত হওয়াই আমার লক্ষ্য। এরপর যতদিন ফিটনেস ও ফর্ম থাকবে খেলতে চাই।' 

এজেড/এইচজেএস