‘সাহায্যের’ অনুরোধ করলেন সালাউদ্দিন
ছবি: সংগৃহীত
আর্থিক কারণে সাবিনাদের মিয়ানমার যাওয়া হয়নি। গণমাধ্যমে বিষয়টি আসার পর অনেকে নিজে থেকেই সাহায্য নিয়ে এগিয়ে আসতে চেয়েছেন। এবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাদেরকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন।
আজ সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেন, 'এই মাসে নারী অ-১৭ দল সিঙ্গাপুরে খেলতে যাবে। যারা সাহায্য করতে চেয়েছিলেন তাদের অর্থ দেওয়ার অনুরোধ জানাই।'
বিজ্ঞাপন
ব্যারিস্টার সুমন তার একাডেমীর বাস বিক্রি করে ৪০ লাখ টাকা দিতে চেয়েছিলেন অলিম্পিক বাছাইয়ের জন্য। সেই অর্থ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সিঙ্গাপুরে যাওয়ার সময় দিতে বলেছেন। যদি কেউ সাহায্য নিয়ে এগিয়ে নাও আসে তাও দল যাবে এই নিশ্চয়তা দিয়ে দেশের ফুটবলের সর্বোচ্চ কর্তা বলেছেন, 'নারীদের দল সিঙ্গাপুর যাবে, সেটার নিশ্চয়তা দিচ্ছি।'
বাফুফে ফিফা-এএফসি থেকে বছরে ২২ কোটি টাকা পায়। এর সঙ্গে দেশীয় বিভিন্ন কোম্পানির পৃষ্ঠপোষকতা রয়েছে। তবে এসব উৎস থেকে প্রাপ্ত অর্থ বাফুফের বাৎসরিক কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেন বাফুফে সভাপতি।
বিজ্ঞাপন
তিনি বলেন, 'এএফসি থেকে ৭ কোটি এবং ফিফা থেকে বছরে ১৫ কোটি টাকা দেয়। সেই টাকা কোন খাতে কত ব্যয় হবে সেটাও নির্দিষ্ট থাকে। আমাদের বছরে অনেক খরচ। সেই খরচের অর্ধেক পূরণ হয় মাত্র এ দিয়ে।’ বাফুফে আর্থিক সংকট দেখালেও এই সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
এজেড/এইচজেএস