ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে মোহামেডানের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে। দ্বিতীয় লেগে তার অধীনে আজই প্রথম ম্যাচ খেলেছে মোহামেডান। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে সেই ম্যাচে মোহামেডান ৬-১ গোলে জিতেছে। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে হ্যাটট্রিক ও মুজাফরভ,সাজ্জাদ এবং সানডে একটি করে গোল করেন।

কোচ মানিকের অধীনে মোহামেডান প্রথম লেগে কাঙ্খিত পারফরম্যান্স করতে পারেনি। ক্লাব কর্তৃপক্ষ মানিকের বদলে আলফাজের উপর আস্থা রেখেছে। আলফাজের অধীনে মোহামেডানের নতুন অধ্যায় শুরু হয়েছে। ১১ ম্যাচে পঞ্চম জয় ও তৃতীয় ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাদাকালোরা আর মুক্তিযোদ্ধা সমান ম্যাচে সপ্তম হারে আগের ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে মুক্তিযোদ্ধা গোল করে। জিম্বাবুয়ের ডিফেন্ডার ডিজিংগাই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। গোল হজম করে যেন মোহামেডান গর্জে উঠে। ১৪ মিনিট পরই মোহমেডানের অধিনায়ক মালির স্ট্রাইকার দিয়াবাতে হেডে সমতা আনেন।

সমতা আনার আরো ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪২ মিনিটে মুজাফফারভ প্রায় ৩৫ গজ দূর থেকে তৃতীয় গোল করলে মোহামেডানের ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বিরতির চার মিনিট পর পেনাল্টি থেকে দিয়াবাতে লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি লিগে তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে এফসি উত্তরা আজমপুরের বিপক্ষে প্রথমবার তিন গোল এসেছিল। সানডে ৬৯ মিনিটে পঞ্চম ও সাজ্জাদ হোসেন ৮৪ মিনিটে ষষ্ঠ গোল করে মোহামেডানকে বড় জয় পেতে সহায়তা করেন।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারায় পুলিশ এফসিকে। এই জয়ে রাসেল টেবিলের তৃতীয় স্থানে আর পুলিশ চতুর্থ স্থানে।

এজেড/এইচজেএস