ব্রাজিলিয়ানের গোলে সেমিতে আবাহনী
ছবি: সংগৃহীত
ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ শেখ জামাল ধানমন্ডির মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী ১-০ গোলে জামালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে কোচ মারুফুল হকের শেখ জামাল ধানমন্ডি ঢাকা আবাহনীর বিরুদ্ধে সমানে সমান লড়েছিল। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ মিস করেছে। দ্বিতীয়ার্ধে আবাহনীর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল অগাস্তো। ৮২ মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে দারুণভাবে হেডে জামালের জালে বল জড়ান রাফায়েল।
বিজ্ঞাপন
পিছিয়ে পড়ে জামাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে। বেশ কয়েকটি জোরালো আক্রমণ করে। নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে জামালের একটি আক্রমণ পেনাল্টির সম্ভাবনা তৈরি করে। রেফারি পেনাল্টির বাশি না বাজানোয় খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচে পাঁচ মিনিট ইনজুরি সময় ছিল। রেফারির শেষ বাশির পর আবাহনী সেমিতে যাওয়ার উল্লাস করে।
অন্য দিকে জামালের ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরেন। ফেডারেশন কাপের ম্যাচ এখন প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা মোহামেডান চট্টগ্রাম আবাহনীর এবং ২ মে শেষ কোয়ার্টারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি শেখ রাসেলের বিপক্ষে খেলবে।
বিজ্ঞাপন
মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার বিজয়ী দল বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে এবং ঢাকা আবাহনীর সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে রহমগঞ্জ ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচের পর।
এজেড/এইচজেএস