অবশেষে সভার ডাক বাফুফের
ফাইল ফটো
সাবিনাদের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমার না পাঠানোর বিষয়টি ক্রীড়াঙ্গন ছাপিয়ে এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। গতকাল সংসদীয় কমিটির সভাতেও এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। আগামীকাল বিকেলে বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা ডাকা হয়েছে। জরুরি সভায় একটিই আলোচ্যসূচি থাকে। সাবিনাদের সফর বাতিল এর সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়েই কালকের সভা এমনটাই জানা গেছে।
মিয়ানমারে সাবিনারা যায়নি এ নিয়ে নির্বাহী কমিটি তো দূরের কথা, নারী উইংয়ের আনুষ্ঠানিক সভাও হয়নি। কোন সভা ছাড়াই সাফ চ্যাম্পিয়নদের না যাওয়ার সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে সমালোচনা চলছে। এত সমালোচনার পর অবশেষে বাফুফে জরুরি নির্বাহী সভা ডেকেছে।
বিজ্ঞাপন
বাফুফের নির্বাহী কমিটি ২১ জনের। এর মধ্যে আরিফ হোসেন মুন ইতোমধ্যে সদস্য থেকে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ গৃহীত হওয়ায় এখন বাফুফে ২০ জনের কমিটি।
সেই বিশ জনের মধ্যে অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাফুফের সবচেয়ে বর্ষীয়ান সদস্য হারুনুর রশীদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। নির্বাহী কমিটির অনেক সদস্য বিভিন্ন জেলায় অবস্থান করেন। রমজান মাসে নানা ব্যস্ততায় কতজন নির্বাহী সদস্য সভায় অংশগ্রহণ করতে পারেন সেটাও দেখার বিষয়।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস