টাইব্রেকিংয়ে জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন
শেষ রাউন্ডে আজ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পুত্র তাহসিন তাজওয়ারের মুখোমুখি হন৷
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সমান পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ রানার-আপ হয়েছেন।
গ্র্যান্ড মাস্টার জিয়া ও ফিদে মাস্টার জাভেদের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাই-ব্রেকিংয়ে গ্র্যান্ড মাস্টার জিয়া চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার জাবেদ রানার-আপ হন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়।
বিজ্ঞাপন
টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় তৃতীয়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক পঞ্চম, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ষষ্ঠ ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন সপ্তম স্থান লাভ করেন।
শেষ রাউন্ডের খেলা আজ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ও ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার পরাগের সাথে ড্র করেন। ফিদে মাস্টার জাভেদ আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম মহিলা ফিদে মাস্টার নোশিনকে, ফিদে মাস্টার আমিন মাসুমকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজাকে, ফিদে মাস্টার সুব্রত মোঃ শরীয়তউল্লাহকে, ফিদে মাস্টার মাহফুজ মোঃ সাগরকে ও ক্যান্ডিডেট মাস্টার জামাল রুবেলকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস