মেসিরা খেলছেন আগুন নিয়ে
মেসি আর ডি ইয়ং এল ক্লাসিকোর ঠিক আগে আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়/ফুটবল এস্পানা
লিওনেল মেসি তো আছেনই, চলতি মৌসুমে তিনি ছাড়া বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে? কোচ রোনাল্ড কোম্যান নিশ্চিতভাবেই জানাবেন স্বদেশী ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কথা। এ দু’জনকেই যদি হারিয়ে ফেলে বার্সেলোনা? কোচ কোম্যানের ঘোরতর দুঃস্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে তাহলে। আর একটা হলুদ কার্ড দেখলে দুজনকেই পেতে হবে এক ম্যাচের নিষেধাজ্ঞা। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে এসে তাদের নিষেধাজ্ঞার মুখে খেলাকে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা দেখছে ‘আগুন নিয়ে খেলা’ হিসেবেই।
মৌসুমের শুরুতে বাজে ফর্মে ছিল দল, ছন্দে ছিলেন না প্রাণভোমরা মেসি। দলও শেষ ১৮ বছরে সবচেয়ে বাজে সূচনার মুখে পড়েছিল। তবে সে অবস্থা থেকে কক্ষপথে ফিরেছে দল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও আছে লিগ আর কোপা দেল রের দৌড়ে। একটি ম্যাচেও হোঁচট খেলে শিরোপা-স্বপ্ন ফিকে হয়ে আসতে পারে দলটির। এমন অবস্থায় নিজেদের প্রথম একাদশের কাউকে হারানোর কথা ভাবতেই পারে না বার্সা।
বিজ্ঞাপন
মৌসুম শুরুর বাজে ফর্মটা বার্সা পেছনে ফেলেছে দু’জন খেলোয়াড়ের কল্যাণে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ডটা ডি ইয়ংয়ের, খেলেছেন ৩৫১৬ মিনিট। মেসিও খুব দূরে নন, ৩২০১ মিনিট খেলেছেন বার্সা অধিনায়ক। চলতি মৌসুমে বার্সার প্রায় অর্ধেকেরও বেশি গোলে আছে দুজনের অবদান।
সেই দুজনের সামনেই কিনা এল ক্লাসিকোর ঠিক আগে ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। এল ক্লাসিকোর বাকি আর দুই ম্যাচ। এমন সময়ে মেসি আর ডি ইয়ং দু’জনেই চারটা করে হলুদ কার্ড দেখে বসেছেন। লা লিগার নিয়মানুসারে প্রতি পাঁচ হলুদ কার্ড দেখার ফলে হজম করতে হবে এক ম্যাচের নিষেধাজ্ঞা। আর সেটা যদি হয় এল ক্লাসিকোর আগের ম্যাচেই? তাহলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলা হবে না তাদের। এজন্যেই স্থানীয় সংবাদ মাধ্যম মার্কা বলে বসেছে, আগুন নিয়ে খেলছেন মেসিরা!
বিজ্ঞাপন
আগামীকাল বাংলাদেশ সময় রাত দুটোয় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে কোম্যানের শিষ্যরা। এরপর আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাবে দল। যদিও মেসির জন্য অখণ্ড অবসরই হবে পরের দশ দিন, আর্জেন্টিনার খেলা যে পিছিয়ে গেছে করোনার প্রকোপে। বিরতি থেকে ফিরেই রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে বার্সা। এরপরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে নিজেদের মাঠে আতিথ্য দেবে কাতালানরা।
এনইউ