এক জয়ে তিনে মোহামেডান
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ দু’টি ম্যাচ ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফর্টিজ নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতী স্টেডিয়ামে ফর্টিস এফসি ৪-০ গোলে হারায় আজমপুর এফসি উত্তরাকে।
আজকের জয়ে মোহামেডানের পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে অনেক। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আলফাজের শিষ্যরা। মারুফুল হকের শেখ জামালেরও সমান ১৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলে তৃতীয় মোহামেডান। তবে শেখ রাসেল এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জে মোহামেডানকে প্রথমার্ধে রুখে দেয় চট্টগ্রাম আবাহনী। ৬০ মিনিটে পেনাল্টি থেকে মোহামডোনের অধিনায়ক সুলেমান দিয়াবাতে গোল করেন। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। ডান প্রান্ত থেকে শাহরিয়ার ইমনের পাসে পোস্টের খুব কাছ থেকেই ডান পায়ে বলটা জালে ঠেলে দেন মালির এই ফুটবলার। ৮২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর তারেক গোল করে পরাজয়ের ব্যবধান কমান।
রাজশাহীতে আজমপুর এফসির বিপক্ষে ম্যাচ শুরুর ৩ মিনিটের সময়ই আমীর উদ্দিন শরীফির গোলে লিড নেয় ফর্টিস। প্রথমার্ধে ১-০ গোলের লীড নিয়েই বিরতিতে যায় প্রিমিয়ারে নবাগত দলটি। ম্যাচের শেষ বিশ মিনিটে তিন গোল করে ফর্টিজ। ৭২ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জোফ, ৭৮ মিনিটে পেনাল্টি থেকে আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড পিএ ওমর গোল করলে ফর্টিজের জয় সুনিশ্চিত হয়। ইনজুরি সময়ে রনির গোলে ৪-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস