তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনায় সাম্প্রতিক সময়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে আন্তর্জাতিক ফুটবল। তবে সেসব ছাপিয়ে একইসঙ্গে আলোচনা ও মৃদু হাস্যরসের জন্ম দেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি ও তার সদ্য সাবেক স্ত্রী হিবা আবুকে। ধর্ষণের অভিযোগ ওঠায় মডেল-অভিনেত্রী হিবা আবুকে হাকিমির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর হাকিমির সম্পত্তির অর্ধেক দাবি করেন তিনি। কিন্তু পরে দেখা যায় পিএসজির ফুটবলারের পুরো সম্পত্তিই তার মায়ের নামে লেখা। যা তার স্ত্রীর পাওয়ার কোনো সুযোগই নেই।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হিবা আবুকে বেশ সমালোচনার মুখে পড়েন। তাকে নিয়ে হাস্যরসাত্মক আলোচনা ছাড়াও হাকিমির সম্পদ দাবি করায় লোভী সাব্যস্ত করেন অনেকে। অথচ, তাদের দেশের আইন অনুযায়ী ডিভোর্সের পর স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দেওয়ার নিয়ম রয়েছে।

আরও পড়ুন >> সম্পদের ভাগ চান স্ত্রী, কিন্তু হাকিমির সব সম্পত্তি মায়ের নামে

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হাকিমি-আবুকে দম্পতির ঘরে রয়েছে দুটি সন্তান। সমালোচনার শিকার হওয়ার পর দুই সন্তানের এই জননীর সঙ্গে যোগাযোগ করে ‌‘সেইভ মি’ প্রোগ্রাম সংশ্লিষ্টরা। সংস্থাটির কর্মকর্তা মারিয়া পাতিনো হিবা আবুকেকে মেসেজ পাঠান, ‘এটি ভয়ঙ্কর যে, তারা তোমাকে ইন্টারেস্টেড পার্টি হিসেবে গণ্য করছে।’

এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে 

সমালোচকদের নারীবিদ্বেষী উল্লেখ করে জবাবে আবুকে জানান, ‘মানুষ খুবই নারীবিদ্বেষী। আমরা যখন প্রেম শুরু করি, তখন হাকিমির সেরকম কোনো আয় ছিল না। এছাড়াও সেই সময়ে হাকিমির চেয়ে আমিই বেশি পরিচিত ছিলাম। সেটা একবার ভেবে দেখুন।’

পিএসজি তারকার সাবেক এই স্ত্রী আরও বলেন, ‘ভালো বিষয় হচ্ছে মানুষ কী বলছে, তাতে আমি প্রভাবিত না। আমি আরও বিচক্ষণ হতে চাই, যাতে এসব কারণে আগামী দিনে আমার পরিবার প্রভাবিত না হয়। আমি বিশ্বাস করি ন্যায়বিচার ও সাধারণ বিবেক-বুদ্ধি আমার পক্ষেই থাকবে।’

আরও পড়ুন >> হাকিমির পক্ষে নয়, স্ত্রী থাকবেন নির্যাতিতের পাশে

এক হিসাবে জানা গেছে, হাকিমির সম্পদের পরিমাণ সব মিলিয়ে ২৪ মিলিয়ন ডলার। প্রতি মাসে পিএসজি থেকে এই তারকা ফুটবলার পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে হাকিমির এই সম্পদের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছেন তার মা। অন্যদিকে, হাকিমির চেয়ে ১২ বছরের বড় স্ত্রী হিবার সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলারের মতো।

যদি হাকিমির সঙ্গে বিচ্ছেদ হয় তাহলে তার স্ত্রী হিবা ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু হাকিমির সম্পত্তি তার মায়ের নামে হওয়ার সেটা এখন কঠিন হয়েই দাঁড়িয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই সময় ছুটি কাটাতে সন্তানকে নিয়ে দুবাইয়ে ছিলেন স্ত্রী আবুকে। এরই সুযোগে বোলেন-বিলান কোর্টের নিজ বাড়িতে সেই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। তবে সপ্তাহখানেক পর পিএসজি তারকার বিরুদ্ধে পুলিশের কাছে সেই নারী অভিযোগ করেন। হাকিমির বিরুদ্ধে ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে।

এএইচএস