নিজ দর্শনেই ভারতের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
ইংল্যান্ডের আরও একটি উইকেটের পতন। সতীর্থের সঙ্গে উল্লাসে মাতলেন অধিনায়ক কোহলি/ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩১৭/৫ (ধাওয়ান ৯৮, কোহলি ৫৬, রাহুল ৬২*, ক্রুনাল ৫৮*; উড ৭৫-২, স্টোকস ৩৪-৩)
ইংল্যান্ড: ৪২.১ ওভারে ২৫১ (রয় ৪৬, বেয়ারস্টো ৯৪, মইন ৩০; ভুবনেশ্বর ৩০-২, প্রসিধ ৫৪-৪, শার্দুল ৩৭-৩)
ফলাফল: ভারত ৬৬ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
ম্যাচসেরা: শিখর ধাওয়ান।
শেষ পাঁচ বছরে ওয়ানডে ক্রিকেট খেলার ধারণাটাই যেন বদলে দিয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ের শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে হরহামেশাই করে বসছে ৩৫০-৪০০ রান। এই ‘আক্রমণাত্মক ব্র্যান্ড’ এর বলেই তো ইতিহাসে প্রথমবারের মতো পেয়েছিল বিশ্বকাপের দেখা। তবে মঙ্গলবার রাতে যেন এর কুফলটা ভোগ করেছে ইয়ন মরগ্যানের দল। ভারতের ছুঁড়ে দেওয়া ৩১৮ রানের লক্ষ্যের ৬৬ রান আগেই মুখ থুবড়ে পড়েছে দলটি। ফলে সিরিজেও পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।
বিজ্ঞাপন
সফরকারীদের সামনে যেন লক্ষ্যটা ছিল ৪০০ রানের। অন্তত জেসন রয় আর জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতে তেমন কিছুই মনে হচ্ছিল। ৩৭ বলে ৫০, ৬৯ বলে ১০০ ছোঁয়ার পর ৩১৮ রানের লক্ষ্যটাকে খুব ছোটই লাগছিল। দলীয় ১৩৫ রানে ফিরলেন রয়, ইনিংসের তখন শেষ হয়েছে মাত্র ১৪.২ ওভার।
সুতোয় যেন ঢিল না পড়ে, সে উদ্দেশ্যে বেন স্টোকসকে তুলে দেওয়া হলো তিনে। সে উদ্দেশ্য অবশ্য সফল হয়নি আদৌ, ইংলিশ অলরাউন্ডার ফিরেছেন ১ রানে। তবু নিজেদের আক্রমণাত্মক দর্শন থেকে সরে আসেনি ইংলিশরা। ১৫০ এসেছে মাত্র ১৯ ওভারে। এরপরই ৬৬ বলে ৯৪ রানের ইনিংস খেলা বেয়ারস্টো ফিরলেন শার্দুল ঠাকুরের শিকার হয়ে।
বিজ্ঞাপন
খেলার মোড় ঘুরতে থাকে তখন থেকেই। পরের ওভারে মরগ্যান ও জস বাটলারকেও ফেরালেন সেই শার্দুল। ভারতের জয়ের পথ তৈরি হয়ে গিয়েছিল তখনই। স্যাম বিলিংস আর মইন আলী অবশ্য এরপরও কিছুক্ষণ চেষ্টা করে গিয়েছেন। তবে সেটা শেষমেশ ব্যবধানই কমাতে পেরেছে কেবল। ফলে ৪২.১ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে ৬৬ রানের হার কপালে জোটে বিশ্বচ্যাম্পিয়নদের।
ইংল্যান্ড যেভাবে ইনিংসের শুরু থেকে এগিয়েছে, প্রথমে ব্যাট করা ভারতের কৌশল ছিল তার পুরোপুরি বিপরীত। রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতে প্রথম দশ ওভারে আসে ৩৯। রয়েসয়ে খেলার ধারাটা অব্যহত ছিল শেষ দশ ওভারের আগ পর্যন্ত। শেষে লোকেশ রাহুলের সঙ্গে অভিষিক্ত ক্রুনাল পান্ডিয়ার ৬৮ বলে ১১২ রানের জুটি বড় সংগ্রহ এনে দেয় ভারতকে।
লক্ষ্যটা খুব একটা বড় ছিল না ইংল্যান্ডের। অন্তত প্রথম ১৫ ওভারে ১৪০ রান তুলে ফেলার পর তো অবশ্যই। সেখানে ম্যাচের পরিস্থিতি মাথায় রেখে একটু রক্ষণাত্মক হলেই হয়তো ম্যাচটা চলে আসতো হাতের মুঠোয়।
তবে ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান জানালেন, যে কৌশলে সফলতা এসেছে, তা থেকে মোটেও সরে আসবে না তার দল। বললেন, ‘ব্যাট হাতে খারাপ দিন যেতেই পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা আরও খারাপ দেখায়। কিন্তু আমাদের ব্র্যান্ডটা আক্রমণাত্মক। আমরা এই ধরনের ক্রিকেটই খেলে থাকি। আজ যা করেছি, তা থেকে ভালো করতে হবে আমাদের। প্রতিপক্ষকে আমরা আক্রমণ করি শুরু থেকেই। এভাবেই খেলে যেতে চাই আমরা।’
আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
এনইউ