নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা তিন ম্যাচ জয়ে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নরা গ্রুপপর্ব শেষ করেছে। আগের দুই ম্যাচে দাপট দেখালেও, তৃতীয় ম্যাচ ছিল আর্জেন্টিনার একক আধিপত্য দেখানোর ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। ফলে গ্রুপসেরা হয়েই আলবিসেলেস্তারা পরের রাউন্ডে পা রেখেছে।
শুক্রবার (২৬ মে) রাতে স্যান জুয়ান স্টেডিয়ামে স্বাগতিকরা কিউই যুবাদের আতিথ্য দেয়। ম্যাচের মাত্র ১৪ মিনিটে সফরকারীদের জালে আঘাত করে আকাশি-নীল জার্সিধারীরা। ব্রায়ান আগুইরের ক্রস থেকে পাওয়া বলে মায়েস্ত্রো পুচ প্রথম ডেডলক ভাঙেন। এরপর লিড ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র মিনিট তিনেক পরই লুকা রোমেরোর অসাধারণ পাস ধরে দলের দ্বিতীয় গোল করেন জিনো ইনফান্তিনো।
বিজ্ঞাপন
— Copa Mundial FIFA (@fifaworldcup_es) May 27, 2023
এরপর প্রথমার্ধে শেষ গোলটি করেন রোমেরো। ২৫ গজ দূর থেকে তার বুলটগতির শটে লক্ষ্যভেদ করেন। তারকা এই ফরোয়ার্ডের সম্পর্কে তুমুল আলোচনার যে তিনি যোগ্য, যেন সেই প্রমাণই দিলেন এই গোলে। ফলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
স্বাভাবিকভাবে তখনই জয় নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসির উত্তরসূরীদের। তবে স্কোরলাইন আরও বড় হবে মনে হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে কিউইদের কফিনে শেষ পেরেক ঠুকেন আলেজো ভেলিজ। বদলি নামা ম্যাক্সিমো পেরোনোর ক্রস ধরে দ্রুতগতির হেডে ভেলিজ জাল খুঁজে নেন। এরপর বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা।
এএইচএস