সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। জামাল ভূঁইয়াদের প্রথম অনুশীলন সেশন দেখতে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত জাতীয় দলের অনুশীলন প্রায় পুরোটাই দেখেছেন বাফুফে সভাপতি।

বিগত সাফের মতো এই সাফের শুরুতেও ভালো প্রত্যাশার কথাই বললেন সালাউদ্দিন, ‘গোটা মৌসুম লিগ খেলেছে, তারা খুব টপ ফর্মে আছে। আমি মনে করি, যে কন্ডিশন আমি খেলোয়াড়দের দেখছি, আমরা একটা ভালো সাফ চ্যাম্পিয়নশিপ কাটাবো।’ এবার একটু বেশি প্রত্যাশা করার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমার বিশ্লেষণ বলছে, তারা এ বছর খুবই ভালো করবে। আগের থেকে এখন দুই চারটা প্লেয়ারের ম্যাসিভ ডেভেলপমেন্ট। দেয়ার আর ফিউ নিউ প্লেয়ার্স। ’

আজকের অনুশীলন সেশনে আসার কারণ ব্যাখ্যাও করেছেন বাফুফে সভাপতি, ‘আমি এখানে এসেছি খেলোয়াড়দের বলতে যে তোমরা খেলার আগে ম্যাচ হেরো না। ৯০ মিনিট পর ফলাফল হয়। হয় জিতবে নাহয় হারবে, কিন্তু গো টু দ্য গ্রাউন্ড অ্যাজ গুড অ্যাজ দ্যাট।’

জামাল ভূঁইয়াদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাফুফে সভাপতি, ‘আমি শেষ কিছু দিন ধরে লক্ষ্য করেছি, আমাদের দলের মেন্টালিটিটা উইনিং উইনিং নয়। আমি তাদের বলতে চাই, তোমাদের উইনিং টিম আছে। কিন্তু তোমরা যদি আগেই হেরে যাও, তাহলে এটা সমস্যা। এটা অন্যতম মূল বিষয়।’ 

কোচকে পূর্ণ স্বাধীনতা প্রদানের ব্যাপারে বাফুফে সভাপতি বলেন, ‘কোচের সঙ্গে আমি আলোচনা করতে পারি। কিন্তু সেটা নেওয়া,না নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার তার। আমি কোচের ওপর হস্তক্ষেপ করি না এবং করতে পারিও না। কোচই প্রধান দলে এবং সেই সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।’ 

এজেড/এফআই