ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চলতি মাসের ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের মিশন শুরু হয়েছে আজ থেকে। স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জন ফুটবলারকে আজকে ক্যাম্পে ডেকেছেন। ৩০ জনই রিপোর্ট করেছেন।

জাতীয় দলের ক্যাম্পে বিগত সময় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলোয়াড় ছাড়তে বিলম্ব করত। সাম্প্রতিক সময় বসুন্ধরা কিংসও বিলম্বে খেলোয়াড় ছেড়েছে কয়েক দফা। তবে এবারের সাফ মিশনে সকল ক্লাবই আন্তরিকতার পরিচয় দিয়েছে। সব ফুটবলারই নির্ধারিত সময়ে রিপোর্টিং করেছেন। 

সাবেক ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য প্রায় বছর দেড়েক পর আবার জাতীয় দলের ম্যানেজার হয়েছেন। সাফে ম্যানেজার হিসেবে অভিষেক হচ্ছে এই কর্মকর্তার। আজ রিপোর্টিং সেশন নিয়ে আমের বলেন, '২৯ জন ফুটবলার নির্ধারিত সময়ে সশরীরে রিপোর্ট করেছে। ইব্রাহিম ফোনে জানিয়েছে পথে রয়েছে। কিছুক্ষণের মধ্যে জয়েন করবে।'

আগামীকাল বিকেল চারটায় সাফ উপলক্ষ্যে বাংলাদেশ দল প্রথম অনুশীলন করবে। কম্বোডিয়ায় যাওয়ার পূর্বে বসুন্ধরার কিংস অ্যারেনাতেই চলবে অনুশীলন। ৩০ জনের প্রাথমিক দলে জাতীয় দলে প্রথম ডাক পেয়েছেন এমন মুখ দুই জন।

এজেড/এইচজেএস