কেন দলে নেই মুশফিক?
মুশফিকুর রহিম/ফাইল ছবি
ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে উইকেটের পেছনে বেশ বাজে সময় কাটিয়েছেন মুশফিকুর রহিম। ব্যাট হাতেও সময়টা ভালো কাটেনি তার। এরপর আজ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলেই ছিলেন না তিনি। স্বভাবতই তাতে প্রশ্ন জেগেছে, চোট নাকি বিশ্রাম, ঠিক কোন কারণে দলে নেই সাবেক বাংলাদেশ অধিনায়ক?
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, চোটের কারণেই দলে নেই তিনি। এর আগে অবশ্য একবার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
বিজ্ঞাপন
মুশফিকের দলে না থাকার কারণ চোট। রাবিদ ইমামের ভাষায়, 'দলের সর্বশেষ ম্যাচে তিনি কাঁধে চোট পেয়েছেন। আঙুলেও ব্যথা আছে তার। এজন্যেই তাকে সেরে ওঠার জন্য সময় দেওয়া হয়েছে।'
চোটের কারণে পরের দুই টি-টোয়েন্টিও শঙ্কায় কিনা তার, এ বিষয়ে জানতে চাইলে জাতীয় দলের সঙ্গে থাকা বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, 'দেখুন, খুবই কম সময়ে খেলাগুলো হচ্ছে, তাই আমাদের জন্য ব্যাপারটা কঠিন। তবে মুশফিককে দলে নেওয়ার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব আমরা।' আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এনইউ/এটি