লেবাননের জয়ে বাংলাদেশের সেমির পথ সুগম
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আজ বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে লেবানন ৪-১ গোলে ভূটানকে হারিয়েছে। দুই ম্যাচ শেষে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লেবানন পয়েন্ট টেবিলের শীর্ষে। লেবাননের দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে সেমিফাইনাল প্রায় নিশ্চিত। লেবাননের বড় জয়ে বাংলাদেশের সেমির পথও অনেকটা সুগম হয়েছে।
বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট। দুই দলেরই গোল ব্যবধান শূন্য। আজ ভূটান বড় ব্যবধানে হারায় ভূটান শূন্য পয়েন্টের সাথে গোল ব্যবধান -৫। গ্রুপের শেষ ম্যাচে লেবানন মালদ্বীপকে হারালে তখন বাংলাদেশ ভূটানের বিপক্ষে হারলেও তেমন সমস্যা হবে না।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও কুয়েত। বি গ্রুপের চার দলই দু’টি করে ম্যাচ খেলেছে। গাণিতিকভাবে চার দলেরই সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। যদিও বাস্তবিক অর্থে লেবানন ও বাংলাদেশেরই শেষ চারে খেলা অনেকটা সময়ের অপেক্ষা মাত্র।
লেবানন ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল নিশ্চিত বলা যায় না। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ, লেবাননকে বড় ব্যবধানে হারালে এবং বাংলাদেশ জিতলে তখন লেবানন বাদ পড়বে। যদিও মালদ্বীপের পক্ষে লেবাননকে বড় ব্যবধানে হারানো সাম্প্রতিক পারফরম্যান্সে অসম্ভবই।
বিজ্ঞাপন
অন্য দিকে ভূটানেরও সম্ভাবনা রয়েছে। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৩ গোলের ব্যবধানে হারালে বাংলাদেশ ও ভূটানের পয়েন্ট দাড়াবে সমান ৩। গোল ব্যবধানে ভূটান থাকবে -২ আর বাংলাদেশ -৩। ভূটানকে সেমিতে খেলতে হলে অবশ্য লেবাননকে মালদ্বীপের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে লেবানন প্রথমার্ধেই ৪-০ গোলের লীড নেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভূটান বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। ভূটানের স্ট্রাইকার চ্যানচো পেনাল্টি থেকেও গোল করতে পারেননি। পরে অবশ্য তিনিই একটি সান্তনাসূচক গোল করেছেন।
এজেড/এইচজেএস