মালদ্বীপকে হারিয়ে যা বললেন রাকিব
২০ বছর পর সাফে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেয়েছেন জামালরা। বাংলাদেশকে প্রথমে ম্যাচে ফিরিয়েছেন উইঙ্গার রাকিব হোসেন। তার গোলেই সমতা আনে বাংলাদেশ।
ম্যাচ জয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রাকিব হোসেন বলেন, 'বাংলাদেশের হয়ে আমার গোল থাকলেও সাফে প্রথম। গোল করেছি এবং বাংলাদেশ জিতেছে ভালো লাগছে।’ তার প্রতি আস্থা রাখায় কোচ এবং সতীর্থদের ধন্যবাদ দিলেন, 'আমাকে ফিট হতে দলের সবাই সহায়তা করছে। কোচ আমার উপর আস্থা রাখায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’
বিজ্ঞাপন
বাংলাদেশের খেলার ধরনের পরিবর্তন সম্পর্কে রাকিব বলেন, 'আমরা আগে লং বল খেলতাম এখন পাসিং এবং বিল্ড আপ ফুটবল খেলছি। আক্রমণাত্মক ফুটবল খেলায় জিততে পেরেছি।’
এই ম্যাচ জিতেই আত্মতুষ্টিতে ভুগতে চান না রাকিব, 'সামনে ভূটান ম্যাচ। সেটিও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখনই আমরা আন্দ করতে চাই না।’ ভূটান ম্যাচের জন্য ফুটবলপ্রেমীদের কাছে দোয়া চেয়েছেন রাকিব, 'এই ম্যাচে আমাদের যেমন সমর্থন দিয়েছেন আগামী ম্যাচেও আরো বেশি দিবেন। ঐ ম্যাচের উপরই সেমিফাইনাল নির্ভর করছে।’
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস