নেপালকে সাফে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। সেই নেপালকে নিজেদের মাটিতে হারাতে পারল না বাংলাদেশ। দুই ম্যাচই ড্র হওয়ায় আনুষ্ঠানিকভাবে সিরিজ ০-০ সমতা। তবে টাইব্রেকারে সিরিজের ট্রফি জিতেছে নেপাল। 

সিরিজ আনুষ্ঠানিকভাবে ড্র হলেও ট্রফি না পাওয়ায় বাংলাদেশ দলে কিছুটা বিষন্নতা। অন্যদিকে নেপাল বাংলাদেশ থেকে ট্রফি জেতায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে। বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের দৃষ্টিতে, ‘নেপাল যে আহামরি খেলেছে, তা নয়। আমাদের যে দশ মাসের গ্যাপ ছিল খেলায়, আমার মনে হয় সেটার প্রভাব পড়েছে। আপনি অনুশীলন করছেন, কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছেন না, সেটার একটা প্রভাব তো অবশ্যই থাকে।’

সাবিনার সঙ্গে একমত কোচ মাহবুবুর রহমান লিটুও। তিনি বলেন, ‘আমরা দশ মাস খেলার মধ্যে ছিলাম না। আপনি শুধু পড়লেন, কিন্তু পরীক্ষা দিলেন না, তাহলে তো কোনো লাভ নেই। রেজাল্ট কি আপনি নিজেও জানছেন না। আমার মনে হয় বিষয়টা এটাই। আমরা দশ মাস খেলার মধ্যে ছিলাম না, তবে আমি এটাকে অজুহাত হিসেবে বলব না। তাছাড়া মেয়েরা দীর্ঘদিন অনেকে একসাথে নেই এবং একমাস কৃষ্ণা ও মাসুরাকে পাইনি, ওরা ইনজুরড ছিল, ফিজিও চেষ্টা করেছে যতদূর ওদের উন্নতি করা যায়। আসলে এত জোড়াতালি দিয়ে হয় না।’

আনুষ্ঠানিকভাবে সিরিজ বাংলাদেশ ড্র করলেও টাইব্রেকারে জিতেছে নেপাল। টাইব্রেকারে চার শটের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুন ছিলেন না। সাবিনার শট না নেওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘যারা আগে শট নিতে গিয়েছিল, তারা আমার থেকে ভালো। অধিনায়ক বা সেরা খেলোয়াড় যে সবসময় টাইব্রেকারে ভালো শট নয়, বিষয়টা তেমন নয়।’

এজেড/এফআই