দুই দিনের বাড়তি ছুটিতে সাবিনা
ফাইল ছবি
নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহণ করবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ক্যাম্প। আজ ছিল সাবিনাদের রিপোর্টিং। কিন্তু অধিনায়ক সাবিনা খাতুন দুই দিন পর ক্যাম্পে যোগ দেবেন।
খেলোয়াড়াদের রিপোর্টিং নিয়ে সাবিনাদের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, 'এখন পর্যন্ত আট জন রিপোর্ট করেছেন। কয়েকজন পথে রয়েছেন। বিকেএসপির ফুটবলাররা আগামীকাল আসবেন। সাবিনা, সানজিদা ও আনাই দুই দিন পর যোগ দেবেন। সানজিদা জ্বরে আক্রান্ত। সাবিনা দুই দিনের জন্য আলাদা ছুটি নিয়েছে।’
বিজ্ঞাপন
নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি ম্যাচ শেষে সাবিনাদের ছুটি দিয়েছিল বাফুফে। সেই ছুটি শেষে আজ থেকে আবার এশিয়াড মিশন শুরু হওয়ার কথা। সাবিনা-সানজিদা কয়েক দিন পর ক্যাম্পে যোগ দিলেও আগামীকাল থেকে অনুশীলন শুরু হয়ে যাচ্ছে।
নারী ফুটবলাররা বাফুফে ভবন সংলগ্ন টার্ফেই বেশি অনুশীলন করে। তবে এবার অনুশীলন ভেন্যু বদলে যাচ্ছে। আগামীকাল থেকে শেখ জামাল ধানমন্ডির মাঠে চলবে অনুশীলন। এর কারণ প্রসঙ্গে লিটু বলেন, 'এশিয়ান গেমস ও অ-১৭ দুই টুর্নামেন্টেই খেলা ঘাসের মাঠে। এজন্য শেখ জামালে অনুশীলনের সিদ্ধান্ত।'
বিজ্ঞাপন
এশিয়ান গেমসে সাবিনাদের জন্য সাইফুল বারী টিটুকে কোচ ঘোষণা করেছে বাফুফে। টিটুর অ্যাক্রিডিটেশন জটিলতায় তার ডাগ আউটে থাকা নিয়ে সংশয় রয়েছে। এরপরও আগামীকাল থেকে টিটুই অনুশীলন করাবেন।
এজেড/এইচজেএস