ছবি: সংগৃহীত

২০২২-২৩ ঘরোয়া ফুটবল মৌসুম সমাপ্ত হয়েছে। বজ লিগ কমিটির সভায় পরবর্তী মৌসুমের সূচি চূড়ান্ত হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে দলবদল। ১৮ অক্টোবর পর্যন্ত দেশি-বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারবে ক্লাবগুলো। 

সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবগুলো ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারতো। খেলোয়াড় কল্যাণ সমিতি সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে কিছু দাবি-দাওয়া করেছিল। সেই দাবি-দাওয়ার প্রেক্ষিতে রেজিষ্ট্রেশন সংখ্যা ৩৫ এর পরিবর্তে ৩৬ করা হয়েছে। 

ঘরোয়া ফুটবলে দাপট বিস্তার করে বিদেশি ফুটবলাররা৷ সমাপ্ত মৌসুমে পাঁচ জন রেজিষ্ট্রেশন ও চারজন খেলতে পারতেন৷ আসন্ন মৌসুমে রেজিষ্ট্রেশনের সুযোগ বাড়ছে। বিদেশি কোটা ও খেলা সংক্রান্ত বিষয়ে লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া মানিক বলেন, 'ছয় জন রেজিষ্ট্রেশন এবং চার জন মাঠে খেলতে পারবে। চারজন একাদশে থাকলে এর পরিবর্তে আর কাউকে নামানো যাবে না। ছয় জনের মধ্যে একজন এশিয়ান কোটা।' এএফসি কাপে বিদেশি কোটার সংখ্যা বেশি হওয়ায় বাফুফেও সেই পথে হাটছে৷

২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে আসন্ন মৌসুম শুরু হবে। স্বাধীনতা কাপে দলসংখ্যা নিয়ে মানিক বলেন, '১৪ দল নিয়ে হবে স্বাধীনতা কাপ। বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে খেলার আমন্ত্রণ জানানো হবে। বাছাই খেলে তারা খেলার সুযোগ পাবে।' সমাপ্ত মৌসুমের মতো শুক্রবার - শনিবার লিগ আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা। টুর্নামেন্টের ক্ষেত্রে বসুন্ধরা কিংসের ভেন্যু এবার যোগ হচ্ছে। 

গত মৌসুমে প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে অনুর্ধ্ব লিগ আয়োজন হয়েছিল। এই মৌসুমে সেটি হয়নি আগামী মৌসুমে করার আশাবাদ মানিকের, 'ফান্ডিংয়ের একটা বিষয় রয়েছে। আমরা এটা করব সেটা সামনের মৌসুমে।'

আজকের সভায় লিগের পয়েন্ট টেবিল অনুমোদন হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ বাইলজ অনুযায়ী রেলিগেটেড হয়েছে। এরপরও লিগে থাকার জন্য আবেদন করেছিল৷ সেই আবেদন আজ সভায় উঠেনি, 'তারা আবেদন করেছে সেটা নির্বাহী সভায় উঠতে পারে। আজ আমরা পয়েন্ট টেবিল অনুমোদন করেছি৷ বাইলজ অনুযায়ী তারা রেলিগেটেড' বলেন মানিক।

এজেড/এইচজেএস