ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশের দুজন খেলোয়াড় গোল মিস করেন। অপরদিকে ভারত একাদশের চার খেলোয়াড় টাইব্রেকারে শর্ট করেন এবং চারটিতেই সফল হন।

বাংলাদেশ একাদশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় কাঞ্চন এবং ডালিম দুজনে গোল মিস করেন। অপরদিকে ভারতের খেলোয়াড়রা কেউ গোল মিস না করায় ৪-২ গোলের ব্যবধানে জয় পায় ভারত একাদশ। 

ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের ঢল নামে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। 

এর আগে গোলশূন্য ড্র’তে নির্ধারিত সময় শেষ হয় ভারত একাদশ এবং বাংলাদেশ একাদশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ। প্রথমার্ধে দুর্দান্ত খেলে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে শুরুতে নিয়ন্ত্রণ নেয় ভারত। পরে পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। 

বাংলাদেশ দলের ৭ নম্বর জার্সি পরিহিত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবার জাহিদ হোসেনের দুর্দান্ত শর্ট গোলবারে লেগে ফেরে। তবে পুরো ম্যাচই বাংলাদেশ একাদশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ।

এফআই