বাংলাদেশ নারী ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সিরিজ খেলবে। তাদের প্রথম ম্যাচ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের কোচ ও অধিনায়ক। আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে প্রথম ম্যাচ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৪টায়। 

সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছিল। তাই সিঙ্গাপুর সম্পর্কে বাংলাদেশের ধারণা খুব বেশি নেই। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ কোচ টিটু বলেন, ‘ওদের কোচকে আমি খুব ভালো করে চিনি। ভারতের মোহন বাগান ও চার্চিল ব্রাদার্সে কাজ করেছে। চার্চিল ব্রাদার্সেই ওর সঙ্গে আমার দেখা। এশিয়ান গেমসেও কিন্তু সিঙ্গাপুর আমাদের সঙ্গেই ছিল। একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল, কিন্তু পরদিন চলে আসার কারণে খেলতে পারিনি। এখন খেলবো। সবাই কালকের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কৃষ্ণা রানী সরকারকে। কৃষ্ণাকে দল মিস করলেও তার ফিরে আসাটা জরুরি মনে করছেন অধিনায়ক সাবিনা খাতুন, ‘কৃষ্ণার সুস্থ হয়ে ফিরে আসাটা জরুরি।’ এ নিয়ে কোচ টিটু বলেন, ‘সে অত্যন্ত মেধাবী খেলোয়াড়। তার মেধা নিয়ে কিছু বলার নাই। তার শূন্যস্থান পূরণ করাও কষ্টসাধ্য।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও বাংলাদেশ দলকে সমীহ করছেন সিঙ্গাপুরের কোচ করিম বেঞ্চেরিফা। তিনি বলেন, ‘র‍্যাঙ্কিংয়ে ব্যবধান থাকলেও সেটা বড় বিষয় নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো খেলছে। তাদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’ 

দর্শকরা কোন টিকিট ছাড়াই মাঠে বসে খেলা দেখতে পারবেন। দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ।

এজেড/এএইচএস