বিপিএলে না খেলার শাস্তি হয়নি এখনও
চ্যাম্পিয়নশিপ লিগে দ্বিতীয় স্থান অর্জন করায় প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছিল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। কিন্তু দলবদলের শেষ দিন (গত ১৮ অক্টোবর) গোপালগঞ্জ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে তারা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারবে না বলে জানায়। এভাবে নাম প্রত্যাহার করায় এর আগে বড় অঙ্কের জরিমানা করেছিল বাফুফে। কিন্তু নতুন এই ঘটনায় দুই মাস পেরিয়ে গেলেও বাফুফে এখনও শাস্তির বিষয়ে কিছু জানায়নি সংশ্লিষ্ট ক্লাবকে।
এন্ট্রি দেওয়ার পর নাম প্রত্যাহার করলে সেটি শাস্তির আওতায় পড়ে। প্রিমিয়ার লিগের মতো আসরে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার রীতিমতো বড় শাস্তিযোগ্য অপরাধ। এরপরও বাফুফে খানিকটা ধীরে চলো নীতিতেই এগুচ্ছে। এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘ডিসিপ্লিনারি কমিটিতে এটি আলোচনা হয়েছে। বিষয়টি বোর্ড সভার ওপর ছেড়েছে তারা। বোর্ড সভায় সিদ্ধান্ত বা নির্দেশনার পর ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত প্রদান করবে।’
বিজ্ঞাপন
গত দুই মাসের মধ্যে বোর্ড সভা হয়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অসুস্থ, ফলে আগামী এক দেড় মাসের মধ্যেও বোর্ড সভা হওয়ার সম্ভাবনা খুবই কম।
প্রিমিয়ার লিগের বাইলজে এন্ট্রি দিয়ে প্রত্যাহার করলে শাস্তির বিধান রয়েছে। ডিসিপ্লিনারি কমিটি সেই শাস্তি প্রদান করতে পারে। বাইলজে আরেকটি ধারায় রয়েছে, কোন দল নাম প্রত্যাহার করলে এর সামগ্রিক আর্থিক ক্ষতির বিষয়টি বাফুফে নিরুপণ করবে। তাই ডিসিপ্লিনারি কমিটি ছেড়েছে বোর্ডের হাতে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুই মৌসুম আগে লিগের তৃতীয় স্থান অর্জনকারী দল সাইফ স্পোর্টিং ক্লাব এভাবে নাম প্রত্যাহার করে নিয়েছিল। তারা নতুন মৌসুম শুরু হওয়ার আগেই বাফুফেকে বিষয়টি জানায়। এরপরও তাদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সেখানে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে এখনও জরিমানাই করতে পারেনি ফেডারেশন। এই বিষয় নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। সাইফ স্পোর্টিংয়ের জরিমানা নিয়ে ফেডারেশনের ব্যাখ্যা, এন্ট্রির আগেই তারা সরে যাওয়ায় কোনো শাস্তি হয়নি। তবে অ-১৮ লিগে (প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে জুনিয়র লিগ) অংশগ্রহণ না করলে ২০ লাখ টাকা জরিমানা বাইলজে ছিল।
এজেড/এএইসএস