নিজের চাকরিটা একদিনের জন্য ছেড়ে দিতে চান লিভারপুলের জার্মান কোচ ইউর্গেন ক্লপ। সেই একদিনের জন্য লিভারপুলের নতুন কোচ কে হবেন সেটাও ঠিক করাই আছে। অ্যানফিল্ডের বিখ্যাত বুট রুমে সেদিন বসবেন কিংবদন্তি সুইডিশ কোচ সেভেন গোরান এরিকসন। ২০০৬ বিশ্বকাপে যার অধীনে খেলেছিল ইংলিশ গোল্ডেন জেনারেশন।ল্যাম্পার্ড-জেরার্ড-বেকহ্যাম-রুনিদের নিয়ে গিয়েছিলেন শেষ ৮ পর্যন্ত।

গতমাসেই সেন গোরান এরিকসন জানিয়েছিলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। হয়তো আর একবছরের মত বাঁচবেন, এমনটাই ধারণা করেন তিনি। এমন সময়েই এরিকসন জানালে্‌ লিভারপুলের কোচ হওয়ার স্বপ্নের কথা, ‘আমার বাবা এখনো বেঁচে আছেন এবং তিনি লিভারপুল ফ্যান। আমিও লিভারপুল ফ্যান এবং সবসময়ই লিভারপুল ফ্যান ছিলাম। তাই আমি সবসময় লিভারপুলের ম্যানেজার হতে চেয়েছি এবং এটা কখনো সম্ভব না জানি। এরপরও আমি লিভারপুল ফ্যান।'

ক্যান্সার আক্রান্ত সাবেক এই ইংল্যান্ড ম্যানেজারের ইচ্ছার কথা জানতে পেরেছেন লিভারপুলের বর্তমান ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। তাৎক্ষণিকভাবে তাকে লিভারপুলে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি, ‘তাকে লিভারপুল আসার আমন্ত্রণ জানাচ্ছি। এবং সে যদি চায় তাহলে একদিনের জন্যে আমার অফিসে আমার চেয়ারে বসে সে লিভারপুলের ম্যানেজার হতে পারবে। সাইডলাইনে বসা হয়ত একটু কঠিন হবে।’

সুইডিশ কোচের সময় উপভোগ্য হবে বলেও আশা ক্লপের, ‘সে চাইলে এখানে ঘুরতে আসতে পারে এবং এখানে আসলে বেশ উপভোগ্য কিছু সময় কাটাতে পারবে এটা আমি নিশ্চিত।’ লিভারপুল নিয়ে কিংবদন্তি এই কোচের মন্তব্য মন ছুঁয়েছে ক্লপের, ‘তার সঙ্গে কখনো দেখা না হলেও আমি জানি তাকে। যখন আপনি এমন কিছু শুনবেন, তখন এটা অবশ্যই আপনার অন্তরকে স্পর্শ করে যাবে।’

৩০ বছরের ক্যারিয়ারে সেন গোরান এরিকসন ইংল্যান্ড ছাড়াও বেনফিকা, রোমা, লাজিও এবং ম্যানচেস্টার সিটির মত ক্লাবের কোচ ছিলেন। সাফল্যও পেয়েছেন বিস্তর। তবে নিজের প্রিয় ক্লাব লিভারপুলে কখনোই ম্যানেজার হননি তিনি। তার এই লিভারপুল প্রীতির কথাও সামনে এসেছে কদিন আগেই।

জেএ/এইচজেএস