বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) আজ (শুক্রবার) ছিল তিনটি ম্যাচ। ঢাকা আবাহনীর হারের দিনে পয়েন্ট হারিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। এছাড়া এদিন আরেক ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়নও হেরে গেছে। 

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষ দুর্বল হলেও তাদের বিপক্ষে গোল আদায় করে নিতে পারেনি সাদা-কালোরা। শেষ পর্যন্ত স্কোরলাইন ০-০ নিয়ে শেষ হয়। মোহামেডান দশ জন নিয়ে খেলেছে ম্যাচের বড় একটা সময়। এই ড্রয়ে মোহামেডান পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্টে নয় নম্বরে অবস্থান করছে। 

একই দিনে অনুষ্ঠিত আরেক ম্যাচে রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম গোল আদায় করতেই জামালকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭২ মিনিট। ৭৩তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাসে লক্ষ্যভেদ করে জামালকে এগিয়ে দেন ডিফেন্ডার সাজ্জাদ হোসেন শাকিল (১-০)। ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন শাকিল (২-০)। এবারও গোলের নেপথ্যের নায়ক ফাহিম। 

এজেড/এএইচএস