বেঙ্গালুরু অনড়, আবাহনীর চোখ ঢাকায়
আজ (শুক্রবার) এএফসিকে লিখিতভাবে জানানোর দিন আবাহনীর। তারা মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বেশ বিপাকে পড়েছে। দক্ষিণ এশিয়া জোনের মূল পর্ব মালদ্বীপের মালেতে। আবাহনীর প্রস্তাব ছিল মালেতে বাছাই ম্যাচ খেলার। কিন্তু এতে রাজি নয় ভারতের ক্লাব ব্যাঙ্গালুরু এফসি।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘তারা গোয়াতেই খেলতে চায় আবাহনী ও ঈগলসের মধ্যকার জয়ী দলের বিরুদ্ধে। আমাদের গোয়ায় গিয়ে খেলার অনুরোধ করেছে।’
বিজ্ঞাপন
ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ। ফ্লাইটও ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ। ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ, এর মধ্যেও গোয়াকে নিরাপদ মনে করছে ব্যাঙ্গালুরু, ‘গোয়ায় সংক্রমণ কম। সেখানে এএফসি কাপ ও চ্যাম্পিয়নস লিগ আয়োজন করছে তারা’-বলেন রুপু।
বেঙ্গালুরুর এই অবস্থানের প্রেক্ষিতে ঢাকা আবাহনীও স্বাগতিক হতে চাইছে। ২মে ম্যাচের সম্ভাব্য দিন করে এএফসিকে চিঠি দেবে আবাহনী, ‘লকডাউন উঠে গেলে, ঘরোয়া লিগ শুরু হলে আমরাই স্বাগতিক হতে পারি। ২৬-২৭ এপ্রিল নাগাদ বাংলাদেশের ফ্লাইট ও লকডাউনের বিষয়টি স্পষ্ট হবে। আমরা ২ মে ঢাকায় খেলতে চাই।’
বিজ্ঞাপন
যদি কোনো কারণে ঢাকায় ম্যাচ আয়োজন না হয় সেক্ষেত্রে বেঙ্গালুরুকে ভিসার ব্যবস্থা করতে এএফসিকে অনুরোধ জানাবে আবাহনী, ‘ঢাকায় আয়োজনের পাশাপাশি আমরা বিকল্প হিসেবে ভারতে গিয়ে খেলার জন্য বেঙ্গালুরুকে ভিসা সুবিধা দেওয়ার অনুরোধ জানাব।’
এএফসি কি সিদ্ধান্ত দেয় সেটাই এখন দেখার বিষয়। ২মে ঢাকায় শেষ পর্যন্ত ম্যাচ হলে প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন আসবে আরেক দফা।
এজেড/এমএইচ