সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে কাঠমান্ডুতে। ম্যাচের প্রথমার্ধে ভারত ১-০ গোলের লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলায় সমতা আনে। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে টাইব্রেকারে গড়াবে।

বাংলাদেশ প্রথমার্ধে খানিকটা ছন্নছাড়া ছিল। দ্বিতীয়ার্ধে খানিকটা ভিন্ন চিত্র। সমতা আনার প্রাণপন চেষ্টা করে। বাংলাদেশের দুর্দান্ত আক্রমণে ভারত খানিকটা কোণঠাসা হয়ে পড়ে। ৭০ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে মরিয়ম প্লেসিংয়ে বল জালে পাঠান।

ম্যাচে সমতা আনার পর বাংলাদেশ লিড নেয়ার চেষ্টা করছে। ভারত খানিকটা রক্ষণাত্মক ভূমিকায় থেকে কাউন্টার অ্যাটাকে খেলছে। ম্যাচের আর মিনিট দশেক বাকি রয়েছে। স্কোরলাইন ১-১ থাকলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়াবে।

এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। ঐ ম্যাচে বাংলাদেশ শুরুতে ১ গোলের লিড নেয়। এরপর দ্বিতীয়ার্ধে ভারত খেলায় সমতা আনে। ভারত সমতা আনার পর বাংলাদেশ আরো দুই গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছিল।

গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১-১ ছিল নির্ধারিত সময়ে। টাইব্রেকারে দুই দলই ১১-১১ গোল করে। এরপর আকস্মিকভাবে ম্যাচ কমিশনার টস করলে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত যুগ্ম শিরোপা ঘোষণা করে সাফ।

এজেড/এইচজেএস