৭ মার্চ শেষ হয়েছিল প্রথম লেগ। দ্বিতীয় লেগ শুরু হচ্ছে ৫৩ দিন পর আগামীকাল (শুক্রবার)। গত ৯ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে বারবার পিছিয়ে যায় লিগের খেলা। শেষ পর্যন্ত ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়ালি মিটিং করে ৩০ এপ্রিল লিগ শুরুর সিদ্ধান্ত নেয় বাফুফে। 

লকডাউনের কারণে আপাতত সবগুলো ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিধিনিষেধ ওঠে গেলে চার ভেন্যুতে হবে বিপিএল। ৫ মে পর্যন্ত ঢাকায় খেলা রয়েছে। ৭ মে থেকে ঢাকার বাইরে ভেন্যু দিয়ে ফিকশ্চার করেছে লিগ কমিটি।

করোনা ভাইরাসের কারণে অনেক ক্লাবই অনুশীলন বন্ধ রেখেছিল। তবে এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড ক্যাম্প চালু রেখেছিল। প্রস্তুতিতে অন্য সবার চেয়ে একটু বেশিই এগিয়ে বসুন্ধরা। পয়েন্ট টেবিলেও কিংসের আধিপত্য। 

প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্কার ব্রুজোনের দল। দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ২৬; কিংসের চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে। শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে ধাক্কা খাওয়া আবাহনী ২৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। প্রস্তুতি এবং দেশি-বিদেশির সমন্বয়ে গড়া কিংস দুর্দান্ত। যেভাবে ছুটে চলছে তারা, তাতে বড় কোনো অঘটন না হলে আবারও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথটা সুগমই বলা চলে কিংসের। পয়েন্ট টেবিলের নিচের দুইটি দল রেলিগেশনে যাবে। 

২৪ ঘন্টা আগে লিগের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনেই তিনটি ম্যাচ রেখেছে পেশাদার লিগ কমিটি। সবচেয়ে অবাক করা বিষয় হলো রমজানের মধ্যেও রাত ৯টায় খেলা রাখা হয়েছে। শুক্রবার শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন; যারা কি না আরও দেরিতে লিগ শুরুর কথা বলেছিল। 

মাঠে নামার মতো অবস্থায় নেই গোপীবাগের ক্লাবটির। চূড়ান্ত সূচি প্রকাশের আগে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি বলেছিলেন অবস্থার প্রেক্ষিতে ব্রাদার্সের জন্য কিছুটা ছাড় দিবেন। কিন্তু কথা রাখেননি তিনি। এখনো ক্যাম্প শুরু করতে পারেনি ব্রাদার্স। আজকের ম্যাচে না খেললে লিগ থেকে অবনমিত হবে তারা।

আগামীকাল তিন ম্যাচে ছয় ক্লাবের ফুটবলার খেলবেন। ফেডারেশনের মাধ্যমে করোনা পরীক্ষা করিয়েছে ক্লাবগুলো। করোনার পরীক্ষার ফলাফল অবশ্য ফেডারেশন বা ক্লাব কেউ গণমাধ্যমে প্রকাশ করেনি এখনো। 

আগামীকালের ম্যাচ 

উ.বারিধারা-বসুন্ধরা কিংস (বিকেল চারটা) 
ঢাকা আবাহনী-বাংলাদেশ পুলিশ (সন্ধ্যা সাতটা) 
ব্রাদার্স ইউনিয়ন-শেখ রাসেল (রাত ৯ টা) 

তিনটি ম্যাচেই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 

এজেড/এটি/এমএইচ