তিন গাম্বিয়ানের ওপর ভর করেই প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দ্বিতীয় লেগের শুরুতে প্রথম জয়ও তাদের ওপর ভর করেই পেয়েছে দলটি। তাদের একজন ওমর জোবে অবশ্য খেলতে পারেননি সাসপেনশনের জন্য। ওমর জোবের অভাব বুঝতে দেননি অন্য দুই গাম্বিয়ান অধিনায়ক সলোমন কিং ও সলোমন সিল্লাহ। দুই জনই একটি করে গোল করেছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে শেখ জামাল ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। 

শেখ জামাল চট্টগ্রাম আবাহনীর বাইরে ম্যাচটি ছিল দেশের দুই শীর্ষ কোচ শফিকুল ইসলাম মানিক ও মারুফুল হকের লড়াই। সেই লড়াইয়ে মানিক বেশ সহজেই জিতেছেন। গত লেগেও তিনিই জিতেছিলেন। 

রাত নয়টার ম্যাচে শুরুতে লিড নেয় শেখ জামাল ধানমন্ডি। সলোমন সিল্লাহ ৩০ মিনিটে গোল করেন। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সলোমন কিং। প্রথমার্ধ ২-০ গোলের লিড নিয়ে শেষ হয় ম্যাচ। বিরতির পরপর বড়ুয়ার গোলে ম্যাচে ফেরে চট্টগ্রাম আবাহনী। .

পাঁচ মিনিট পর রেজাউলের গোলে আবার লিড নেয় জামাল। ৫৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর ফুটবলার হলুদ কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় তারা। এরপর আর ম্যাচে ফেরা হয়নি চট্টগ্রাম আবাহনীর। অন্যদিকে দশজনের দলের বিরুদ্ধে আর গোলও করতে পারেনি শেখ জামাল। 

১৩ ম্যাচে শেখ জামাল ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং চট্টগ্রাম আবাহনী ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। আগামীকাল ও পরশু বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বিরতি। ৫ মে থেকে শুরু হবে দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড। 

এজেড/এমএইচ