আর্জেন্টিনাকে প্রথমার্ধে রুখে দিলো কানাডা
যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। উদ্বোধনী ম্যাচেই উত্তর আমেরিকার দেশ কানাডার মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষকে দিয়ে শুরু করলেও, সহজ সুযোগ হাতছাড়া করায় গোলবঞ্চিত লিওনেল স্কালোনির দল। ফলে প্রথমার্ধ গোলশূন্য সমতায় রয়েছে।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের এই আসর। আটালান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপার পর্দা উঠল বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে। স্বাভাবিকভাবে পুরো টুর্নামেন্টেরই ফেবারিট আর্জেন্টিনা ম্যাচটিতেও দাপট দেখানোর কথা। প্রেসিং থেকে বল দখল– সর্বত্র তাদের দাপট ছিলো–ও। শুধুমাত্র গোলের দেখা পাওয়া হয়নি।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুটা হয় কানাডার আক্রমণ দিয়ে, দ্বিতীয় মিনিটেই দলটির বড় তারকা আলফনসো ডেভিসের শট আটকে দেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। আলবিসেলেস্তেরা ভালো সুযোগ পায় পঞ্চম মিনিটে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল পেয়ে ডানপ্রান্ত দিয়ে শূন্যে মেরে দেন লিয়েন্দ্রো পারেদেস। মিনিট তিনেক পরই ফের আর্জেন্টিনার আক্রমণ, এবার গোলরক্ষককে একা পেয়েও জালের দেখা পাননি আনহেল ডি মারিয়া। গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো’র পায়ে লেগে আর্জেন্টাইনদের লিড নেওয়ার বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল শুরুতেই।
এরপর ৩৮তম মিনিটে রদ্রিগো ডি পলের ক্রস পেয়ে হেড দেন ম্যাক্স অ্যালিস্টার। কিন্তু তাতে তেমন জোর ছিল না, ফলে সহজেই নিয়ন্ত্রণে নেন কানাডার গোলরক্ষক। বিরতির আগে এমিলিয়ানো মার্টিনেজকেও ছোট পরীক্ষা দিতে হয় একবার। কানাডিয়ান ফুটবলারের জোরালো শট আটকান তিনি। প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।
বিজ্ঞাপন
এই অর্ধে সমান ৭টি করে শট নিয়েছে আর্জেন্টিনা ও কানাডা। লিওনেল মেসিদের ৩টি শট লক্ষ্যে আর কানাডার ছিল ১টি।
এএইচএস