মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা। প্রথম লেগে কুমিল্লায় মোহামেডান ২-১ গোলে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে হেরেছিল। আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগে একই ব্যবধানে সাইফ স্পোর্টিংকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো মোহামেডান। এই জয়ে মোহামেডান ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ৫ম স্থানে উঠে এসেছে আর সাইফ স্পোর্টিং সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে নেমে গেছে। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ। কিন্তু বল বাইরে পাঠিয়ে দেন। ২৫ মিনিটে গোলের ভালো সুযোগ নষ্ট করেছেন মোহামেডানের রাকিব খান ইভান। জাফর ইকবালের ক্রস থেকে ভালো জায়গায় বল পেলেও হেডে লক্ষ্যভেদ করতে পারেননি ইভান। 

মোহামেডানের ওপর কিছুটা চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করে সাইফ। ৩৬ মিনিটে বুলেট গতির এক শট নিয়েছিলেন কেনেথ। কিন্তু অল্পের জন্য তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। প্রথমার্ধে দুই দলের কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ক্রস থেকে হেড নিয়েছিলেন সুলেমান দিয়াবাতে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। গোলের দারুণ এক সুযোগ নষ্ট হয় মোহামেডানের। তবে ৫২ মিনিটে লিড নেয় মোহামেডান। সুলেমান দিয়াবাতের ক্রস থেকে ইভানের প্রচেষ্টা সাইফের গোলরক্ষক পাপ্পু হোসাইন প্রতিহত করলেও শেষ রক্ষা হয়নি। একেবাবরে ফাঁকা জায়গায় থেকে বল জালে পাঠান মোহামেডানের ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান।

৫৬ মিনিটে ব্যবধান ২-০ হয়ে যেত। কিন্তু সুলেমান দিয়াবাতের শটে প্রস্তুত ছিলেন সাইফের গোলরক্ষক পাপ্পু । দুই মিনিট পর ভালো ফ্রি কিক নিয়েছিলেন সুলেমান দিয়াবাতে। কিন্তু ব্যবধান বাড়াতে দেননি সাইফের গোলরক্ষক পাপ্পু।
 
৫৯ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন সাইফের কেনেথ। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান সুজন হোসেন। ৬৬ মিনিটে গোল পেয়েছিল মোহামেডান। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৬৯ মিনিটে ম্যাচে ফিরে সাইফ স্পোর্টিং। অধিনায়ক জামাল ভূঁইয়ার লং বলে জন ওকোলি দারুণ গতিতে এগিয়ে গিয়ে বল বাড়িয়ে দেন মারাজ হোসেনকে। .

মোহামেডানের জালে বল পাঠাতে ভুল করেননি মারাজ। ম্যাচে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু ৭৩ মিনিটে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সাদা কালোরা। ৮৩ মিনিটে মালির সোলায়মান দিয়াবাতে গোল করলে স্কোরলাইন ২-১ হয়। সাইফের গোলরক্ষক পাপ্পু ও মোহামেডানের সুজন দুই ভাই। দুই ভাইয়ের ম্যাচে শেষ পর্যন্ত মোহামেডান জয়ী হলো।  

এজেড/এমএইচ/এটি