ওয়ার্ম আপ সেশন : রিয়ালের মাঠে সেই গোলই এগিয়ে রাখছে চেলসিকে
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ২য় লেগ
চেলসি-রিয়াল মাদ্রিদ
বিজ্ঞাপন
স্টামফোর্ড ব্রিজ, রাত ১টা
অ্যাওয়ে গোলের সুবিধা আছে চেলসির। তবে তাতেও কি খুব একটা স্বস্তির থাকতে পারবে তারা? প্রথম লেগের ভঙ্গুর রিয়াল বদলে গেছে অনেকটাই, দলে ফিরেছেন অধিনায়ক সার্জিও রামোস। ফিরেছেন টনি ক্রুস ও চেলসির সাবেক তারকা এডেন হ্যাজার্ডও।
বিজ্ঞাপন
কয়েক দিন আগেই রিয়ালের ছিল ভঙ্গুর অবস্থা। স্কোয়াড আর একাদশ সাজাতেও হিমশিম খেতে হয়েছে জিনেদিন জিদানকে। এখন বিশেষত হ্যাজার্ডের ভালোভাবে ফেরা নিশ্চিতভাবেই বাড়তি স্বস্তি দিবে তাকে। তাই আগেই বলে জানিয়ে দিয়েছেন, ‘হ্যাজার্ড যখন ফুল ফিট থাকে, সে হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর।’
চেলসির ক্ষেত্রে ব্যাপারটা সহজই। ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও ফাইনালে চলে যাবে তারা। চ্যাম্পিয়ন্স লিগ দেখবে ‘অল ইংলিশ ফাইনাল’। তবে করোনায় দর্শকহীন অবস্থায় ঘরের মাঠ আর পরের মাঠ এখন একই। টমাস টুখেলের শিষ্যদের জন্যও তাই চ্যালেঞ্জটা বেশি।
তবে টুখেলে বদলে যাওয়া ক্লাবটির জন্য স্বস্তির খবর আছে ইতিহাসেও। চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে অপরাজিত থাকার পর সাতবারের মধ্যে পাঁচবার তারা উঠেছে পরের পর্বে। রিয়ালের সাথেও এখন পর্যন্ত তারা অপরাজিত। টুখেলে শিষ্যদের নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে যেতে সেটা ধরে রাখলেই চলছে।
তারা বলেন
এটা বলা কঠিন যে কী আসলে বদলে যাওয়ার পেছনে কাজ করেছে। আমরা প্রতি ম্যাচেই আরও পরিণত হচ্ছি, কেবল পাঁচজন নয়, পুরো দলই। আমরা আমাদের বিপক্ষে খেলাটাকে কঠিন করে ফেলতে চাই। সবাই একই বুদ্ধি নিয়ে কাজ করে যাচ্ছে।
থমাস টুখেল, কোচ, চেলসি
আজ একটা নতুন ম্যাচ। একেবারেই আলাদা। আমাদের শারিরীকভাবে প্রস্তুত হতে হবে এবং এটা অবশ্যই তাদের শক্তিটাকে থামিয়ে দেওয়ার ব্যাপারও। তাদের অবশ্যই যোগ্যতা আছে। আমাদের ভালো পারফর্ম করতে হবে। এবং শারীরিকভাবে সবটুকু দিতে হবে।
জিনেদিন জিদান, কোচ, রিয়াল মাদ্রিদ
একাদশ কেমন হবে
রিয়াল মাদ্রিদ
কোর্তোয়া, মেন্ডি, নাচো, রামোস, মিলিতাও, ক্যাসেমিরো, মদ্রিচ, ক্রুস, হ্যাজার্ড, অ্যাসেন্সিও, বেনজেমা
চেলসি
মেন্ডি, রুদিগার, আজপিলিকুয়েতা, ক্রিশ্চিয়েনসেন, থিয়াগো সিলভা, চিলওয়েল, মাউন্ট, জর্জিনহো, কান্তে, পুলিসিচ, ভের্নার
এমএইচ/এটি