ঈদের আমেজ এখনো কাটেনি। তার ছোঁয়া থাকল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেও। জাতীয় দলের রিপোর্টিংয়ে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। ১১ মে ক্যাম্প শুরু করে দুদিন পর স্থগিত করে বাফুফে। আজ রোববার থেকে ফের শুরু হয়েছে ক্যাম্প।

ঈদের আগে বসুন্ধরা কিংস তাদের ফুটবলারদের ছাড়েনি। আজ কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বাদে সবাই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ৩৩ জন ফুটবলারের মধ্যে এদিন বিকেলের মধ্যে ৩২ জন রিপোর্ট করবেন। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘ইতোমধ্যে ২৯ জন ক্যাম্পে এসেছে। বাকি ৩ জন বিকেলের মধ্যে আসবে। বিশ্বনাথ ইনজুরিতে, তার ক্লাব জানিয়েছে।’ গত মার্চ মাসে নেপাল সফরের সময় ইনজুরিতে পড়েন বিশ্বনাথ। 

কোচ জেমি ডে'র পাঁচ দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে আজ। আগামীকাল সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে জামালদের অনুশীলন। এর আগে অবশ্য তাদের নেগেটিভ রিপোর্ট পেতে হবে। কেউ পজিটিভ হলে এর ব্যবস্থাপনা সম্পর্কে ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘বিকেল চারটায় আমাদের সকলের করোনা পরীক্ষা হবে। যদি কেউ পজিটিভ হয়ে যায় তাকে এখানে আলাদা কক্ষে রেখে সেবা করা হবে। এরপর আবারও টেস্ট হবে।’

এজেড/এটি