জামাল ভুঁইয়া/ ফাইল ছবি

আশি-নব্বইয়ের দশকে ফুটবলারদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমা অভিনয়, শুটিং সহ অনেক কিছুই করেছেন সালাহউদ্দিন, বাদল, ওয়াসিমরা। হাল আমলে অবশ্য ফুটবলারদের আর সেই দিন নেই। ফুটবলারদের জায়গাটি গত এক দশকের বেশি সময় ক্রিকেটারদের দখলে। 

তারকা ক্রিকেটারদেরকে বড় কর্পোরেট প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে থাকে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া অবশ্য কিছু দিন যাবৎ বিজ্ঞাপনের শুটিং করছেন। এবার তিনি বার্জার পেইন্টসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন। 

আগামীকাল হোটেল ইন্টার কন্টিনেন্টালে বার্জার ও জামালের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা থাকলেও কাতার সফরের আগে স্বাস্থ্যবিধির বিষয় বিবেচনা করে হচ্ছে না। চুক্তি নিয়ে অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েয়ে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হবে। তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলব।’ 

এজেড/এনইউ