আজ (বৃহস্পতিবার) বাফুফে সভাপতির সঙ্গে ক্লাব কোচদের সভাটি ছিল একটু ভিন্ন রকমের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক এবারের বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের পর দুই জনের আজই ছিল প্রথম মুখোমুখি হওয়া। 

সভা শেষে মিডিয়ার সামনে তাই প্রথমে নির্বাচনের বিষয়টিই আসল, ‘অনেকে ভেবেছিল আমি আসব না। আমি সানন্দ্যেই এসেছি। সে আমার ছোটবেলার ফুটবল তারকা। তার বিপক্ষে খেলেছি, আবার তার কোচিংয়েও খেলেছি। নির্বাচন একটা ভিন্ন বিষয়।’

ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ডের অন্যতম সমালোচক সাবেক জাতীয় ফুটবলার শফিকুল ইসলাম মানিক। তবে বাফুফে সভাপতির এই আমন্ত্রণকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন, ‘সভাপতির এটি খুব ভালো উদ্যোগ। জাতীয় দল ও ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনাই হলো। নেপালে জাতীয় দলের ব্যর্থতার ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ বললাম।’ 

জাতীয় ফুটবল দলের বর্তমান ব্রিটিশ কোচ জেমি ডের দল নির্বাচন ও নেপাল সফরে রানার্স আপ হওয়ায় সমালোচনা হচ্ছে। অনেকে আবার একটি নির্বাচক কমিটির ব্যাপারেও মত দিয়েছেন বিভিন্ন সময়। এই ব্যাপারে শেখ জামাল ধানমন্ডির কোচ মানিক বলেন, ‘নির্বাচক কমিটির প্রয়োজন নেই। এই মত আমরা দিয়েছি। ভুল ত্রুটি থাকলে সেটা জাতীয় দলের কোচ ও তার কোচিং স্টাফই ঠিক করতে সক্ষম।’ 

শেখ জামাল ধানমন্ডি ক্লাব গত দেড় বছর যাবৎ ধারাবাহিক পারফরম্যান্স করছে। এরপরও জাতীয় দলে ডাক পায়নি জামালের ফুটবলার। এ নিয়ে অবশ্য তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি দলটির কোচ, ‘জাতীয় দলের কোচ সব কিছুই মিলিয়ে দল গঠন করেন। আজকের সভায় কোনো সুনির্দিষ্ট ক্লাবের ফুটবলার নিয়ে আলোচনা হয়নি।’ আজ শেখ জামালের সঙ্গে ছিল আরও দুই ক্লাব- সাইফ স্পোর্টিং ও ঢাকা মোহামেডান। 

এজেড/এমএইচ/এটি