৫৭ কেজির ডিফেন্ডার নিয়ে চিন্তায় সাইফ কোচ
সাইফ স্পোর্টিংয়ের ইংলিশ কোচ স্টুয়ার্ট হল। আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে বাংলাদেশের ফুটবল নিয়ে সামগ্রিক আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। আলোচনা শেষে মিডিয়ায় তার বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি একটি ভিন্ন বিষয় তুলে এনেছেন, ‘ফুটবলে অনেক বিষয় জড়িত। শুধু টেকনিক্যাল ও টেকটিক্যাল নয়; এখানে দৈহিক সক্ষমতা, মানসিক দৃঢ়তার পাশাপাশি জেনিটিক্যাল বিষয়ও রয়েছে।’
জেনিটিক্যাল বিষয়ের ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিয়েছেন সাইফের কোচ, ‘আমার দলে একজন ডিফেন্ডার রয়েছে। যার পজিশন সেন্স, টেকনিক্যাল ও টেকটিক্যাল জ্ঞান ভালো। কিন্তু তার ওজন মাত্র ৫৭ কেজি। বিপক্ষ দলের অনেক স্ট্রাইকারের ওজন ৯০ কেজি। ৫৭ কেজি ডিফেন্ডারের পক্ষে ৯০ কেজি স্ট্রাইকারকে ট্যাকল করা কঠিন।’
বিজ্ঞাপন
এটি জাতীয় দলে প্রভাব পড়ে বলে মনে করেন তিনি, ‘আমার দলের সেই ডিফেন্ডার জাতীয় দলেও খেলছে। তাকে কাতার, ওমানের দীর্ঘদেহী ফরোয়ার্ড যাদের ৯০ কেজি তাদের মোকাবেলা করতে হয়। টেকনিক্যাল, টেকটিক্যাল সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক সময় এই জেনিটিক কারণে শেষ পর্যন্ত পরাস্ত হতে হয়। ফলে ফুটবলে ভাবনার ও কাজের জায়গা অনেক।’
জেনেটিক কারণে অনেক দেশের ফুটবলাররা বাড়তি সুবিধা পান। বাংলাদেশে কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। জেনেটিকসহ আরও অনেক বিষয় রয়েছে ফুটবল ফেডারেশনের কাজ করার। এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা কোচদের কাছ থেকে অনেক ভালো প্রস্তাব ও মতামত পাচ্ছি। এগুলো পর্যালোচনা করব আমরা।’
বিজ্ঞাপন
এজেড/এটি/এমএইচ