চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-চেলসি, স্বপ্নভঙ্গ লেস্টার সিটির
লেস্টারের দুর্ভাগ্যটা পুড়াতে পারে যে কাউকে। চলতি মৌসুমে সবচেয়ে বেশি দিন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে ছিল তারা। এমনকি ইপিএল জেতা ম্যানচেস্টার সিটির চেয়েও বেশি। কিন্তু শেষদিনে এগিয়ে থেকেও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে শেষ পর্যন্ত তাদেরই যাওয়া হলো না চ্যাম্পিয়ন্স লিগে।
এবারের ইপিএলে সবচেয়ে বেশি ২৪২ দিন শীর্ষ চারে ছিল লেস্টার। ম্যানচেস্টার ইউনাইটেড ১৫৫, লিভারপুল ১৩৯ ও ম্যানচেস্টার সিটি শীর্ষে চারে ছিল ১৩০ দিন। এছাড়া চেলসি ১০২ ও এভারটন শীর্ষ চারে ছিল ৬৩ দিন।
বিজ্ঞাপন
তাদের হতাশার দিনে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করেছে থমাস টুখেলের চেলসি ও ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে চারে আছে চেলসি।
এই দুই দলের আগেই চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেডের। টটেনহ্যামের বিপক্ষে ২-১ গোলে ৭৫ মিনিটে পর্যন্ত এগিয়ে ছিল লেস্টার। কিন্তু পরে আত্মঘাতি ও বেলের জোড়া গোলে ৪-১ গোলে হেরে যায় তারা।
বিজ্ঞাপন
আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে লেস্টার। সাধারণত লিগে পঞ্চম হওয়া দল ও এফএ কাপজয়ীরা খেলেন ইউরোপা লিগে। কিন্তু এবার লেস্টার এফএ কাপ জেতায় ইউরোপায় খেলবে লিগে ষষ্ঠ হওয়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
এমএইচ