ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা বাছাইয়ে এশিয়ান কন্টিনেন্টাল হাইব্রিড দাবার তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাহিদভ জাহোনগিরের সাথে ড্র করেছেন। আজ (রোববার) নিয়াজ মোরশেদ কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার জাহোনগিরের ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে খেলেন। নিয়াজ ৩৭ চালে গ্র্যান্ডমাস্টার জাহোনগিরের সঙ্গে ড্র করেন। 

তিন খেলায় ২ পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার নিয়াজ ২০ জনের সাথে মিলিতভাবে তৃতীয় অবস্থানে রয়েছেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস দেড় পয়েন্ট করে অর্জন করেছেন। এ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব মঙ্গোলিয়ার ফিদে মাস্টার বেসানসুরেন এনডেনির সাথে ড্র করেন ও ফিদে মাস্টার সুব্রত শ্রীলঙ্কার থেকসানা দিনুভানকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার রাজীব কলো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার বেসানসুরেনের সিমিট্রিক্যাল ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে খেলে ৬০তম চালে ড্র করেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কুয়েতের আলজাদি হোসেনকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো পিয়ানো পদ্ধতির খেলায় ২৬তম চালে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এ রাউন্ডে মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার মুনগুনতুল বাতখুয়াগের কাছে হেরে যান।  

তিন খেলায় আন্তর্জাতিক মাস্টার শাকিল ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ এক পয়েন্ট করে অর্জন করেছেন। আগামীকাল (সোমবার) চতুর্থ রাউন্ডের খেলা। 

এজেড/