লা লিগার উত্তেজনায় ঠাসা মাদ্রিদ ডার্বির আগে আলোচনায় ছিল রেফারিং। লা লিগায় আগের ম্যাচে এস্পানিওলের কাছে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিল রিয়াল মাদ্রিদ। তাদের এই অভিযোগের প্রেক্ষিতে বিদ্রুপের মন্তব্য করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। যা নিয়ে রিয়াল পাল্টা প্রতিক্রিয়া জানায়। এরপর অ্যাতলেটিকো মাদ্রিদও রেফারিদের পক্ষ নিয়ে পাল্টা বিবৃতি দেয়। সবমিলিয়ে ছিল জটিল এক পরিস্থিতি।

মাঠের বাইরের সেই আলোচনার প্রভাব দেখা গেল মাঠের খেলাতেও। ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। তাতে লিড পেয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। পরবর্তীতে রিয়াল ম্যাচে ফেরে কিলিয়ান এমবাপের গোলের সুবাদে। ১-১ গোলের ড্রয়ে শেষ হয় মাদ্রিদ ডার্বি। কিন্তু সেই পেনাল্টির সিদ্ধান্ত আবারো বিতর্কের জন্ম দিয়েছে।

ম্যাচের পর বিতর্কিত ওই পেনাল্টি নিয়ে কার্লো আনচেলত্তি বলেন, 'ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজানো হয়েছে। ঘটনার সময় রেফারি খুব কাছেই ছিল এবং এটি পরিষ্কার দেখেছে। আথলেতিক-জিরোনা ম্যাচেও আরেকটি পেনাল্টি দেখেছি আমি… ফুটবলের লোকেরাই এসব বুঝতে পারছে না।'

তবে ভিন্ন সুরে কথা বলেছেন সিমিওন। তার দাবি, তাদের মিডফিল্ডার পাবলো বাররিওসকে করা ফাউলের জন্য রিয়ালের দানি সেবায়োস লাল কার্ড পেতে পারতেন। তবে সবমিলিয়ে রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট অ্যাতলেটিকো কোচ।

তিনি বলেন, 'আমার মনে হয়, রেফারি সম্ভাব্য সেরা উপায়েই পরিস্থিতি সামলেছেন। কারও কারও মতে তো, সেবায়োসের সরাসরি লাল কার্ড প্রাপ্য ছিল… অন্তত ভিএআর দেখতে পারতেন রেফারি… তবে অনেকে এখানেও দ্বিমত করবেন…।'

'তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি তার সিদ্ধান্তেরই ব্যাপার। দিনশেষে, আমার মতে সব মিলিয়ে তিনি ভালোভাবেই সবকিছু সামলেছেন।'-যোগ করেন তিনি।

এইচজেএস